October 13, 2025
68d80607bde90

থাইল্যান্ডের মিস গ্র্যান্ড প্রাচুয়াপ খিরিখান ২০২৬-এর শিরোপা জয়ের মাত্র একদিন পরই মুকুট হারালেন বিজয়ী সুপান্নি নয়নোনথং।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মুকুট জয়ের একদিন পরই ‘বেবি’ নামে পরিচিত এই সুন্দরীর ব্যক্তিগত কিছু ভিডিও ক্লিপ অনলাইনে ছড়িয়ে পড়ার পর আয়োজক কমিটি এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

আসন্ন মিস গ্র্যান্ড থাইল্যান্ড ২০২৬ প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ছিল নয়নোনথংয়ের। কিন্তু আয়োজকরা জানান, প্রতিযোগিতার মূল্যবোধ ও নীতির সঙ্গে তার কর্মকাণ্ড সামঞ্জস্যপূর্ণ নয়।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে তাকে ধূমপান করতে, অন্তর্বাস পরে নাচতে এবং সেক্স টয় ব্যবহার করতে দেখা গেছে।

ভিডিওগুলো ছড়িয়ে পড়ার পরই সেগুলো নিয়ে শুরু হয় বিতর্ক।

এই ঘটনার পর ২৭ বছর বয়সী নয়নোনথং স্যোশাল মিডিয়ায় ক্ষমা চেয়ে জানান, করোনাকালে চরম আর্থিক সংকটে তিনি অনলি ফ্যানস-এ কনটেন্ট বানাতেন অসুস্থ মাকে দেখাশোনার খরচ জোগাতে। পরে মায়ের মৃত্যু হয়।

তিনি বলেন, ‘এটা আমার জন্য বড় শিক্ষা। আমি প্রতিজ্ঞা করছি, নিজেকে আরও উন্নত করব এবং যেন এর পুনরাবৃত্তি না ঘটে।’

এসময় নয়নোনথং অভিযোগ করেন, অবৈধ জুয়ার সাইটগুলো তার ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করছে। এ বিষয়ে তিনি পুলিশে অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *