October 22, 2025
tbn24-20251020231838-3712-bangladeshi consul general

অক্টোবরের পরও প্রতিদিন জাতীয় পরিচয়পত্র দেওয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশের কনসাল জেনারেল মোজাম্মেল হক।

বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র-এনআইডি পেতে প্রতিদিন কয়েক শ মানুষ ভিড় করছেন নিউ ইয়র্ক কনসাল জেনারেল কার্যালয়ে। আগামী ৩১ অক্টোবরের মধ্যে যারা এনআইডি পাবেন, তারাই শুধু এবারের জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন।

অক্টোবরের পরও প্রতিদিন জাতীয় পরিচয়পত্র দেওয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশের কনসাল জেনারেল মোজাম্মেল হক।

কর্মদিবসগুলোর পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও এখন অতিরিক্ত ভিড় থাকে নিউ ইয়র্কের কনসাল জেনারেল কার্যালয়ে। গত তেসরা অক্টোবর জাতীয় পরিচয়পত্র প্রদান কর্মসূচি উদ্বোধনের পর থেকে প্রতিদিনই অ্যামেরিকায় বসবাসরত বাংলাদেশি নাগরিকরা জড়ো হচ্ছেন এনআইডি পেতে।

অনলাইনে আবেদন করে প্রিন্টেড কপি হাতে করে নিয়ে এলেই আঙুলের ছাপ ও চোখের আইরিস স্ক্যান করানো হচ্ছে লং আইল্যান্ড সিটির কনসাল জেনারেল কার্যালয়ে।

প্রতিদিন অনলাইনে ৫০ জন এবং ফিজিক্যালি কনস্যুলেটে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ৫০ জনের আবেদন করার সুযোগ রয়েছে। বয়স্ক নাগরিকরা পাচ্ছেন অগ্রাধিকার।

দীর্ঘক্ষণ অপেক্ষা করে কাঙ্ক্ষিত এনআইডি পেয়ে খুশি বাংলাদেশিরা।

এখন পর্যন্ত প্রায় দেড় হাজার জনের নিবন্ধন সম্ভব হয়েছে। ৩১ অক্টোবরের পরও নিয়মিত এনআইডি প্রদান করা হবে। তাই তাড়াহুড়ো না করে নাগরিকরা এনআইডি নিতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশের কনসাল জেনারেল।

যাদের সন্তান অ্যামেরিকায় জন্ম নিয়েছেন, কিন্তু মা-বাবা বাংলাদেশি নাগরিক, তারাও সন্তানদের জন্য জাতীয় পরিচয়পত্র নিতে পারবেন।

গেল সপ্তাহের শনি ও রবিবারও কনস্যুলেট জেনারেল খোলা রেখে এনআইডি সেবা দেওয়া হয়। প্রতিদিন রাত আটটা পর্যন্ত কাজ করে কনসাল জেনারেল অফিসের কর্মকর্তারা অধিকসংখ্যক মানুষকে এনআইডি দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *