October 22, 2025
68f7791ce5c60

ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলি বাহিনী গাজায় হামাসের বিভিন্ন স্থাপনায় ১৫৩ টন বোমা ফেলেছে। খবর এএফপির। ২০ অক্টোবর (সোমবার) ইসরায়েলের সংসদ নেসেটে বেনিয়ামিন নেতানিয়াহু এ কথা বলেছেন।

নেসেটের সদস্যদের উদ্দেশে নেতানিয়াহু বলেছেন, ‘আমাদের এক হাতে অস্ত্র আছে, অন্য হাত শান্তির জন্য প্রসারিত’।

তিনি হামাসকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আপনারা দুর্বলদের সঙ্গে শান্তি স্থাপন করুন, শক্তিশালীদের সঙ্গে নয়। আজকের ইসরায়েল আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী।’

ইসরায়েল রবিবার বলেছে, হামাসের হামলায় তাদের দুই সৈন্য নিহত হওয়ার পর তারা গাজায় হামাসের স্থাপনায় বিমান হামলা শুরু করেছে।

ফিলিস্তিনের হামাস এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *