October 21, 2025
68f77afb726ba

সাইবান আইনের মামলায় বগুড়া জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সাকিব খানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। ২১ অক্টোবর (মঙ্গলবার) ভোর রাতে ঢাকার শাহবাগ থানার পুলিশ বগুড়া শহরের নারুলী এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে যায়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির এতথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ঢাকার শাহবাগ থানায় দায়ের করা সাইবার অপরাধ মামলায় সাকিব খানকে গ্রেপ্তারের জন্য শাহবাগ থানা পুলিশ বগুড়ায় আসে। পরে সদর থানা পুলিশকে মামলার বিষয় জানিয়ে সাকিবকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করার অভিযোগে ২০ অক্টোবর শাহবাগ থানায় সাকিব খানসহ অজ্ঞাত কয়েকজনের নামে মামলা হয়। সেই মামলায় সাকিব খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *