October 22, 2025
মিছিল

রাজধানীর ১১ স্থানে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মঙ্গলবার সকাল ১০ থেকে সাড়ে ১১টা মধ্যে বের হওয়ার এসব মিছিল থেকে ১৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ সূত্র থেকে এ তথ্য জানা গেছে। পুলিশ জানায়, বেশ কয়েকটি স্থানে মিছিলের সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। কাউকে মিছিল থেকে, আবার কাউকে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় গ্রেপ্তার করা হয়েছে। কোনো কোনো মিছিলে ৫ থেকে ৩০ জন পর্যন্ত অংশ নিতে দেখা গেছে।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর বিভিন্ন স্থানের ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের উল্টোপাশ থেকে মিছিল বের করে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। ক্যান্টনমেন্ট থানার ওসি আলমগীর জাহান বলেন, বেলা পৌনে ১১টার দিকে আওয়ামী লীগের একটি মিছিল কুড়িলের দিক থেকে কুর্মিটোলা হাসপাতালের দিকে আসে। তখন পুলিশ ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে। এছাড়া একই মিছিল থেকে খিলক্ষেত থানাও ৪ জনকে আটক করে। মাঝখানে ডিভাইডার থাকায় ওই পার্শে¦র পুলিশ চারজনকে আটক করে।

একই সময় শনির আখরা এলাকায় ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে আওয়ামী লীগের কয়েকশ’ নেতাকর্মী মিছিল করে। স্থানীয় বাসিন্দারা জানান, সকালে মেইন রোডে কয়েকশ’ আওয়ামী লীগের লোকজন মিছিল করছে। তারা ডেমরা রাস্তা ধরে যাত্রাবাড়ীর দিকে অগ্রসর হচ্ছিল। এ সময় মিছিল থেকে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও নানা স্লোগান দেওয়া হচ্ছিল। ওয়ারীর জয়কালি মন্দির এলাকাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল বের করেন।

ডিএমপির ওয়ারী বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, এই মিছিলে কারা ছিল। তা শনাক্তর চেষ্টা চলছে। তবে মিছিল থেকে কাউকে গ্রেপ্তার করা যায়নি। অপরদিকে বেলা সাড়ে ১১টার দিকে ধানমন্ডির আবাহনী মাঠের কর্নার থেকে আওয়ামী লীগের একদল নেতাকর্মী মিছিল বের করে। এ ব্যাপারে ধানমন্ডি থানার ওসি ক্যশৈন্যু মারমা জানান, মিছিলের বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আসলাম হোসেন জানান, বেলা সোয়া ১১টার দিকে ভূমি ভবনের দক্ষিণ দিক দিয়ে একটি মিছিল হয়েছে। আমরা কাউকে আটক করতে পারিনি। তবে আমাদের টিম তাদের আটক করতে মাঠে নেমেছে।

এখানকার বাসিন্দারা জানান, আওয়ামী লীগের কয়েকশ’ লোক মিছিল নিয়ে সাতরাস্তার দিকে আসতে থাকে। সে সময় তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিল। এর আধঘন্টা আগে রাজধানীর আগারগাঁও এলাকার বাংলাদেশ বেতারের সামনে থেকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে মিছিল বের করা হয়।

মতিঝিলের দিলকুশাতে বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের নেতাকর্মীরা। রমনার মৎস্য ভবন এলাকায় কয়েকশ’ নেতাকর্মী নিয়ে মিছিল করেছে আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অন্যদিকে বেলা ১১টার দিকে ডিএমপি নিউ মার্কেট থানাধীন রাজধানীর বাটা সিগন্যাল মোড়ে মিছিলের সময় পুলিশ ধাওয়া দিয়ে একজনকে আটক করে।

এর আগে গুলশান পুলিশ প্ল­াজার সামনে, উত্তরা ৩ নম্বর সেক্টর ও ৮ নম্বর সেক্টরের সামনে আওয়ামী লীগের ২০ থেকে ৩০ জন কর্মী মিছিল বের করে। মিছিলটি ওই সড়কের শেষ মাথায় রবীন্দ্র সরণিতে পৌঁছালে একদল লোক ধাওয়া দেয়। তখন মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

অন্তর্বর্তী সরকার গত ১০ মে জুলাই গণ-অভ্যুত্থানকালে হত্যাযজ্ঞের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। এর আগে গত বছরের অক্টোবরে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *