গাজীপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও অশ্লীল ভিডিও ধারণের অভিযোগে সুজন নামের এক যুবককে গাইবান্ধা থেকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১০টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাহিনীটি।
আসামি সুজন মিয়া (৩৫) পলাশবাড়ী উপজেলার ঘোড়াবান্ধা (তালুকঘোড়া) গ্রামের শুক্কুর আলীর ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই গৃহবধূর স্বামীর সঙ্গে পূর্বপরিচিত থাকায় সুজন প্রায়ই তাদের বাসার যাতায়াত করতেন। গত ১৮ মে সকালে ভুক্তভোগীর স্বামী বাসায় না থাকার সুযোগে সুজন তাদের ঘরে প্রবেশ করে। এরপর জুসের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে ধর্ষণচেষ্টা ও অশ্লীল ভিডিও ধারণ করে। পরে তা ছড়িয়ে দেয়ার হুমকি দেন সুজন। এ ঘটনার পর ভুক্তভোগী কাশিমপুর থানায় ধর্ষণচেষ্টা ও পর্ণোগ্রাফি মামলা দায়ের করেন।
এতে আরও বলা হয়, গত সোমবার সন্ধ্যায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মধ্য জয়েনপুর গ্রামের একটি বাড়ি থেকে সুজনকে আটক করা হয়। পরে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
