নিউজ ডেস্ক:
আইন ও যুব উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দেশ থেকে অন্যায়, অবিচার, নিপীড়ন, দুর্নীতি ও বৈষম্য দূর করতে হলে হ্যাঁ ভোট দেবেন। আর অন্যায়, অবিচার, শোষণের পক্ষে থাকলে না ভোট দেবেন। সকল রাজনৈতিক দলের সাথে কথা বলে আমরা জুলাই সনদ ঠিক করেছি। এখন গণভোটের মাধ্যমে সাধারণ জনগণের মতামত জানা জরুরি। মূলকথা হলো, একচ্ছত্র ক্ষমতা যেন কারো না থাকে, কেউ যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে সেজন্য হ্যাঁ ভোট দেওয়া প্রয়োজন।
সোমবার দুপুরে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে ও জেলা প্রশাসনের আয়োজনে ভোটারদের আস্থা বৃদ্ধি করে জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করা এবং গণভোটের বিষয়ে ভোটারদের সচেতনতা বৃদ্ধিকরণ সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, গত ৩টি ইলেকশনে ১৫টি বছর ফ্যাসিস্ট সরকার ভোট দিতে দেয়নি। বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণ করেছে আওয়ামী সরকার। আপনার সরকার আপনারা নির্ধারণ করবেন। আগে এটা ঠিক করতো শেখ হাসিনা। রাতের ভোট, ডামি প্রার্থীর ভোট করে ক্ষমতায় ঠেকেছে। কিন্তু এইবার সবার ভোট দেওয়ার পরিবেশ তৈরি হয়েছে। গণভোটের গুরুত্ব অনেক।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, পুলিশ সুপার মো. শাহাদত হোসেনসহ বগুড়া জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।