সিনেমায় আর গান গাইবেন না অরিজিৎ সিং। মঙ্গলবার রাতে সামাজিক মাধ্যমে আচমকা ঘোষণা দেন এ সংগীতশিল্পী। অরিজিতের এমন সিদ্ধান্তে ভক্ত-অনুরাগীদের মনে ভীষণ কষ্ট। আর হিন্দি কিংবা বাংলা— কোনো ভাষাতেই সিনেমায় অরিজিতের কণ্ঠ শোনা যাবে না, এটা এখনো হজম করে উঠতে পারছেন না তার ভক্ত-অনুরাগীরা।
বলিউডের সংগীত জগতের তাবৎ শিল্পীদের অনেকেই অরিজিতের এ সিদ্ধান্ত অবিশ্বাস্য বলে মনে করছেন। আর কোনো দিন প্লেব্যাক করবেন না এ সংগীতশিল্পী। এ খবরে বেশ অবাক হয়েছেন আরেক বর্ষীয়ান সংগীতশিল্পী উদিত নারায়ণ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) ৮টা ২৬ মিনিটে অরিজিৎ সিংয়ের অফিশিয়াল ফেসবুক হ্যান্ডল থেকে একটি পোস্ট শেয়ার করা হয়। সেখানে বলা হয়েছে— সবাইকে নিউ ইয়ারের শুভেচ্ছা। এত বছর শ্রোতা হিসেবে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, সে জন্য ধন্যবাদ।
এ সংগীতশিল্পী আরও বলেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি— আমি আর প্লেব্যাক গায়ক হিসেবে কোনো কাজ গ্রহণ করব না। আমি প্লেব্যাক গাওয়া বন্ধ করলাম। এটি একটি অনবদ্য সফর ছিল।
অরিজিৎ সিংয়ের ভক্তসংখ্যা বিপুল। সাম্প্রতিক বলিউডের অন্যতম হিট সিনেমাগুলোতে গান গেয়েছেন তিনি। তার এ সিদ্ধান্তে মন ভেঙেছে বহু ভক্তের। অরিজিতের সিনেমার গান গাওয়া থেকে অবসরের প্রসঙ্গে জাতীয় স্তরের এক সংবাদমাধ্যমের কাছে প্রতিক্রিয়া দিয়েছেন গায়ক উদিত নারায়ণ। তিনি বলেন, খুব কম সময়েই খুব ভালো কাজ করেছেন অরিজিৎ। অ্যাওয়ার্ড, খ্যাতি, সম্মান ও অর্থ— সব পেয়েছেন তিনি। শুধু তাই নয়, স্টেজে উঠলে তাকে ঘিরে ভক্ত-অনুরাগীদের যে উন্মাদনা, সেটি যে কোনো গায়কের কাছে অন্যতম প্রাপ্তি।
উদিত নারায়ণ বলেন, অরিজিৎ সেটি পেয়েছেন। এটা হয়তো অরিজিতের সিদ্ধান্ত। তবে গান থেকে কোনো দিন দূরে যেতে পারবেন না তিনি। অরিজিতের গান শ্রোতাদের হৃদয়ে আজীবন রয়ে যাবে।