চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা থেকে আদালতে জরুরি কাগজপত্র পৌঁছে দিয়ে বের হওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন পুলিশ কনস্টেবল মোজাম্মেল হক। বুধবার চট্টগ্রাম আদালত ভবনে এ ঘটনা ঘটে। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডবলমুরিং থানা থেকে ডাক নিয়ে এসে কাজ শেষ করার পর আদালত ভবনের বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছিলেন মোজাম্মেল হক। এসময় হঠাৎ তিনি মাটিতে ঢলে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ বলেন, অন্য দিনের মতো বুধবারও দাপ্তরিক কাজে আদালতে যান মোজাম্মেল হক। কাজ শেষ করে ফেরার পথে হঠাৎ স্ট্রোক করে আদালত প্রাঙ্গণেই তিনি ঢলে পড়েন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন। দায়িত্ব পালনকালে তার এমন মৃত্যুতে আদালত পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় নগর পুলিশের একাধিক সদস্য। তার এমন আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই।