উত্তর আমেরিকার দুই প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনা এক নতুন মোড় নিয়েছে। নবগঠিত আন্তর্জাতিক সংস্থা ‘বোর্ড অব পিস’-এ যোগ দেওয়ার জন্য কানাডাকে দেওয়া আমন্ত্রণ আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে উদ্দেশ্য করে ট্রাম্প লিখেন, “অনুগ্রহ করে এই চিঠিটিকে এই মর্মে বিবেচনা করুন যে, বোর্ড অব পিস আপনার প্রতি দেওয়া কানাডার যোগদানের আমন্ত্রণ প্রত্যাহার করে নিচ্ছে।” তবে আকস্মিক এই সিদ্ধান্তের পেছনে ট্রাম্প নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি।
বিশ্লেষকদের মতে, এই টানাপোড়েনের মূলে রয়েছে সদস্যপদ ফি। ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী, বোর্ডের স্থায়ী সদস্যদের পরিচালনার ব্যয়ভার বহনের জন্য ১ বিলিয়ন (১০০ কোটি) ডলার ফি দিতে হবে। তবে অটোয়া স্পষ্ট জানিয়েছিল, তারা এই অর্থ পরিশোধ করতে রাজি নয়। এছাড়া গত সপ্তাহে প্রধানমন্ত্রী মার্ক কার্নি যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থায় একটি ‘ফাটল’ ধরার আশঙ্কা প্রকাশ করেছিলেন, যা ট্রাম্প প্রশাসনকে ক্ষুব্ধ করে থাকতে পারে।
ডোনাল্ড ট্রাম্প এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে ব্যাপক ক্ষমতার অধিকারী এবং এটিকে বৈশ্বিক সংঘাত নিরসনের নতুন প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরছেন। অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের প্রধান আন্তোনিও কোস্তা এই বোর্ডের কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করলেও গাজা ইস্যুতে সংস্থাটির সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছেন।
কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে প্রতিবেশী দুই দেশের এমন বৈরী সম্পর্ক উত্তর আমেরিকার ভূ-রাজনৈতিক স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।