নিউজ ডেস্ক:
সুনামগঞ্জ-২ আসনের জামায়াতের এমপি প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির ঘোষণা দিয়েছেন, নির্বাচিত হলেও তিনি কোনো সরকারি সুবিধা, প্রটোকল বা ভিআইপি সুযোগ ব্যবহার করবেন না।
সোমবার (২৪ নভেম্বর) রাতে ভিডিও বার্তায় শিশির মনির বলেন, “সরকার প্রদত্ত ভাতা, এলাওয়েন্স বা অন্য কোনো সুযোগ-সুবিধা আমি নিজের, পরিবারের বা আত্মীয়স্বজনের কল্যাণে ব্যবহার করবো না। সবটুকুই জনগণের কল্যাণে উন্মুক্ত রাখব। ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করব না, প্রশাসন কখনো ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করব না।”
তিনি আরও বলেন, “নির্বাচিত ব্যক্তি হিসেবে প্রটোকল, ভিআইপি লাউঞ্জ বা বিশেষ প্রাধান্য নেওয়া আমার উদ্দেশ্য নয়। জনগণই সর্বোচ্চ প্রটোকল। আমি জনগণের স্বার্থেই কাজ করতে চাই।”
শিশির মনির বর্তমানে জামায়াতের কোনো পদে নেই। তবে তিনি নির্বাচনী এলাকায় সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।