December 1, 2025, 11:10 pm
সর্বশেষ সংবাদ:
খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করলেন নরেন্দ্র মোদি ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তি করায় আবুল সরকারের ফাঁসির দাবিতে বিক্ষোভ সম্মিলিত ইসলামী ব্যাংক বাজেট থেকে ২০ হাজার কোটি টাকা ছাড় করল সরকার বিপিএল নিয়ে নতুন তথ্য দিল বিসিবি নগরজুড়ে আতঙ্ক, চট্টগ্রামে ফের মাথাচাড়া দিচ্ছে অপরাধীরা নভেম্বরে এলো ৩৫ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স ইসরায়েল না মানলেও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান একমাত্র পথ: পোপ লিও খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে সরকারের প্রজ্ঞাপন বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, একদিনেই ৪ লাখ টাকা জরিমানা আদায় প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত, স্থগিত বার্ষিক পরীক্ষা

‘ঐকমত্য কমিশন দেশে একটা অনৈক্য সৃষ্টি করেছে’

Reporter Name
  • Update Time : Saturday, November 1, 2025
  • 13 Time View

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেন, ঐকমত্য কমিশন দেশে একটা অনৈক্য সৃষ্টি করেছে। প্রধান উপদেষ্টা বলেছিলেন- সকল রাজনৈতিক দল যে সকল বিষয়ে একমত হবে তা দিয়েই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। যেগুলোতে একমত না হবে সেগুলো জুলাই সনদে অন্তর্ভুক্ত হবে না। আর যেগুলোতে ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে সেগুলো নির্বাচিত সরকার পরবর্তীতে সংসদে আলোচনা করে কার্যকর করবে এবং আইন করে সংবিধানে স্থান দিবে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে চান্দিনা উপজেলার মহিচাইল শহীদ জিয়াউর রহমান কলেজ মিলনায়তনে চান্দিনা উপজেলা এলডিপি এবং উপজেলা গণতান্ত্রিক যুবদলের পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সাবেক এই প্রতিমন্ত্রী আরও বলেন, যে বিষয়ে আমাদের কখনো আলোচনা করা হয়নি, কখনো এগুলো কমিশনের সভায় উত্থাপিত হয়নি। ঐক্যমত্য কমিশন জুলাই সনদ ঘোষণার দিন আলোচনার বাইরের অনেক বিষয় যুক্ত করে সেগুলোর সমন্বয়ে জুলাই সনদ উত্থাপন করেছে। বিএনপি তাৎক্ষণিক ওই গুলোর বিষয়ে আপত্তি জানিয়েছে। সংবিধানের অনেক গুলো মৌলিক বিষয় আছে যেগুলো আইন সংশোধনের জন্য গণভোটের প্রয়োজন। সেই বিবেচনায় গণভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে কার্যকর করা হলে সেগুলো উচ্চ আদালত আর বাতিল করতে পারবে না।

এলডিপি মহাসচিব আরও বলেন, প্রধান উপদেষ্টার অধ্যাদেশ জারি করার কোন এখতিয়ার নাই। অধ্যাদেশ জারির একমাত্র ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতির। ১৭ জুলাই আমরা যে জুলাই সনদ স্বাক্ষর করেছি সেটাই কার্যকর করতে হবে। যে বিষয় নিয়ে ঐক্যমত্য কমিশনে কোন আলোচনাই হয়নি সেগুলো এখতিয়ার বহির্ভূতভাবে জুলাই সনদে অন্তর্ভূক্ত করে উত্থাপন করেছেন সেটা জনগণের সাথে প্রতারণার শামিল। আমরা এই জুলাই সনদ মেনে নেবো না।

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ইউনূস এর অবস্থা শেখ হাসিনার চেয়েও অনেক খারাপ হবে। অবশ্য উনার তো পালানোর অনেক জায়গা আছে। আপনারা দেখেছেন ফখরুদ্দীন-মঈনুদ্দিন তাদের অপকর্মের জন্য বিশ্বের কোন দেশেই জনসম্মুখে যেতে পারেনা।

আগামী নির্বাচন নিয়ে তিনি বলেন, বিএনপি বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল। আগামী নির্বাচনে বিএনপি’র নেতৃত্বে যারাই নির্বাচনে অংশগ্রহণ করবে তারাই সরকার গঠন করবে। যারা ইউটিউবে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ইসলামিক দলের অবস্থান ভালো বলে দাবি করে তাদের ভোটারের সংখ্যা কতো সেটা আমরা জানি। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সাথে কথা বলে জানিয়ে দিয়েছেন- দলের সিদ্ধান্ত মেনে নিতে হবে। কেউ যেন বিরোধিতা না করে সেজন্য তাদেরকে সতর্ক করেছেন। বিএনপি বড় দল। এখানে একের অধিক যোগ্য প্রার্থী রয়েছে। সবাইকে মনোনয়ন দেওয়া সম্ভব নয়।

অনুষ্ঠানে চান্দিনা উপজেলা এলডিপি সভাপতি একেএম শামসুল হক মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- এলডিপি’র কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান সিরাজ। উপজেলা গণতান্ত্রিক যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক সোহেল খান এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবর, সাধারণ সম্পাদক রাজিব আহম্মেদ ভূইয়া।

এ সময় উপস্থিত ছিলেন- মহিচাইল এলডিপি সভাপতি মো. কামরুল হাসান ভূইয়া, বাড়েরা ইউনিয়ন এলডিপি সভাপতি জালাল উদ্দিন কালা চেয়ারম্যান, এলডিপি নেতা বাতাঘাসী ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট ছাদেকুর রহমান, শুহিলপুর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দীক, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবকদল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু প্রমুখ।

জাতীয় ঐকমত্য কমিশন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com