December 2, 2025, 1:13 am
সর্বশেষ সংবাদ:
শিল্পকলায় শুরু হলো মাসব্যাপী যাত্রাপালা প্রদর্শনী বিডিআর হত্যাকাণ্ডে সাক্ষ্য দিতে গেলে হুমকি আসে: ডা. বুশরা শাহজালাল বিমানবন্দরে ৪ নারী যাত্রীর শরীর থেকে ১০২টি মোবাইল আটক গুমের সাজা যাবজ্জীবন, ফাঁসিও হতে পারে পরিবারকল্যাণ কর্মীদের ১০ দিনের কর্মবিরতি ঘোষণা ভারতের অনুমোদনে অবশেষে ভুটান গেল কন্টেইনারবাহী ট্রাক সংস্কারের পাহারাদার হিসেবে নির্বাচনে মাঠে নামছে এনসিপি: নাহিদ বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই সৃজিত-মিথিলা-আইরার ছবি ভাইরাল শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ দেশের বেশির ভাগ মানুষ ইউনূস সরকারের কার্যক্রমে সন্তুষ্ট: মার্কিন পর্যবেক্ষক সংস্থা আইআরআই

কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহবান সেনাপ্রধানের

Reporter Name
  • Update Time : Tuesday, November 11, 2025
  • 38 Time View

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য আর্মি সার্ভিস কোরের (এএসসি) সব সদস্যের প্রতি আহবান জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার খুলনার জাহানাবাদ সেনানিবাসস্থ এএসসি সেন্টার অ্যান্ড স্কুলে (এএসসিসি অ্যান্ড এস) এই কোরের ৪৪তম বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনাবাহিনী প্রধান এই আহবান জানান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

আইএসপিআর জানায়, আর্মি সার্ভিস কোরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সেনাপ্রধান এ কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। একই সঙ্গে সেনাপ্রধান সম্মেলনে উপস্থিত আর্মি সার্ভিস কোরের সব অধিনায়কের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন।

সেনাবাহিনী প্রধান এএসসিসি অ্যান্ড এস-এ পৌঁছলে তাঁকে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি, ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি, যশোর এরিয়ার এরিয়া কমান্ডার এবং এএসসিসি অ্যান্ড এসের কমান্ড্যান্ট অভ্যর্থনা জানান।

অনুষ্ঠানে আর্টডকের জিওসি, বিএমটিএফের মহাপরিচালক, ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়ার এরিয়া কমান্ডার, সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান, সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, এএসসিসি অ্যান্ড এসের কমান্ড্যান্ট, বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোরের সব ইউনিটের অধিনায়ক এবং গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com