নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে সাতক্ষীরায় নার্সদের বিক্ষোভ ও মিছিল
Reporter Name
Update Time :
Thursday, November 27, 2025
76 Time View
নিজস্ব প্রতিনিধি:
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ ও মিছিল করেছেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বি.এন.এ) জেলার নেতৃবৃন্দ ও সদস্যরা। বৃহস্পতিবার সকালে খুলনা রোড মোড়ের আসিফ চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি ডালিয়া পারভীন।
কর্মসূচিতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক নাসিমা খাতুন, কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান, স্বাস্থ্য পরিদর্শক ও মিডওয়াইফারি প্রতিনিধি নাসরিন খালেদ, এবং ছাত্র প্রতিনিধি চঞ্চলা রানী।
বক্তারা বলেন, অধিদপ্তরকে অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করার অপচেষ্টা বন্ধ করতে হবে। দাবি মানা না হলে ৩০ নভেম্বর প্রতীকী শাটডাউন এবং ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্ট সময়ের জন্য কমপ্লিট শাটডাউন পালন করবেন তারা।
নার্স–মিডওয়াইফদের মূল দাবির মধ্যে রয়েছে—স্বতন্ত্র অধিদপ্তর অপরিবর্তিত রাখা, জাতীয় নার্সিং কমিশন গঠন, প্রস্তাবিত নিয়োগবিধি অনুমোদন, পদোন্নতির সুযোগ বৃদ্ধি, ডিপ্লোমা সনদকে স্নাতক সমমান প্রদান, প্রফেশনাল বিসিএস চালু, ভুয়া নার্স–মিডওয়াইফদের বিরুদ্ধে ব্যবস্থা, ঝুঁকি ভাতা প্রদান এবং মানসম্মত নিয়োগনীতি বাস্তবায়ন।
নার্স নেতারা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর পেশার মর্যাদার প্রতীক—এটি বিলুপ্তির উদ্যোগ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।