যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের অন্যতম গুরুত্বপূর্ণ টেক্সটাইল সোর্সিং প্রদর্শনী টেক্সওয়ার্ল্ড ইউএসএ–নিউ ইয়র্ক ২০২৬ শুরু হয়েছে জ্যাভিটস কনভেনশন সেন্টারে। ২০ থেকে ২২ জানুয়ারি তিন দিনব্যাপী চলা এই আয়োজনে বিশ্ব টেক্সটাইল শিল্পের প্রতিনিধিদের অংশগ্রহণে আন্তর্জাতিক সোর্সিং, নতুন অংশীদারিত্ব এবং উদ্ভাবনী ভাবনার মিলনমেলায় পরিণত হয়েছে মেলাটি।
এ বছর বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। ইপিবির সহায়তায় ১৩টি বাংলাদেশি প্রতিষ্ঠান মেলায় তাদের পণ্য ও উৎপাদন সক্ষমতা প্রদর্শন করছে।
এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে গোল্ডেন টেক্স, ব্লু অ্যাপারেল, হেরা সুয়েটার্স, পিএম সোর্সিং, এক্সকম ফ্যাশন, এবি অ্যাপারেলস এবং ডিজাইন সোর্সিং ইন্টারন্যাশনাল কর্পোরেশন। পাশাপাশি প্যারামাউন্ট টেক্সটাইলস স্বতন্ত্রভাবে প্রদর্শক হিসেবে অংশ নিয়েছে। সব মিলিয়ে বাংলাদেশ থেকে ১৫টি প্রতিষ্ঠান এই আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিচ্ছে।
উদ্বোধনী দিনেই বাংলাদেশ প্যাভিলিয়নে আন্তর্জাতিক ক্রেতাদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে।
ভ্যালু-অ্যাডেড ফেব্রিক, পরিবেশবান্ধব ফিনিশিং এবং দ্রুত পরিবর্তনশীল বাজার চাহিদা পূরণে সক্ষম নমনীয় উৎপাদন ব্যবস্থার প্রতি ক্রেতাদের বিশেষ আগ্রহ দেখা যায়। অনেক ক্রেতাই টেকসই সোর্সিং ও দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।
সিক্স সিজন গ্লোবাল বিজনেস লিমিটেডের পরিচালক রাকিবুল ইসলাম বলেন, প্রথম দিনের সাড়া অত্যন্ত ইতিবাচক ছিল। তিনি বলেন, ‘প্রায় পাঁচজন ক্রেতা আমাদের সঙ্গে ব্যবসা করার বিষয়ে গম্ভীরভাবে বিবেচনা করছেন।
আয়োজকদের প্রচেষ্টার জন্য আমরা কৃতজ্ঞ।’
শিল্প সংশ্লিষ্টরা মনে করছেন, টেক্সওয়ার্ল্ড ইউএসএ বাংলাদেশের টেক্সটাইল ও অ্যাপারেল খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে অব্যাহত রয়েছে। রেডিমেড গার্মেন্টস ও ফেব্রিক রপ্তানিতে বিশ্ববাজারে সুপরিচিত এই খাতের জন্য নতুন ক্রেতা খোঁজা, টেকসই উৎপাদন ধারণা তুলে ধরা এবং সরাসরি আলোচনার মাধ্যমে অংশীদারিত্ব জোরদারের ক্ষেত্রে এই আয়োজন বিশেষ সুযোগ সৃষ্টি করছে।
টেক্সওয়ার্ল্ড ইউএসএ–নিউইয়র্ক ২০২৬-এর মাধ্যমে বৈশ্বিক বাজারে বাংলাদেশের টেক্সটাইল ও অ্যাপারেল শিল্পের সক্ষমতা ও সম্ভাবনা আরো দৃঢ়ভাবে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।