December 22, 2025, 12:23 am

নিরাপত্তা সতর্কতায় প্যারিসে নববর্ষের ঐতিহাসিক কনসার্ট বাতিল

Reporter Name
  • Update Time : Thursday, December 18, 2025
  • 34 Time View

নিরাপত্তাজনিত সতর্কতার কারণে আগামী ৩১ ডিসেম্বর নববর্ষ উপলক্ষে ফ্রান্সের রাজধানী প্যারিসে আয়োজনের কথা থাকা ঐতিহাসিক উন্মুক্ত কনসার্ট বাতিল করা হয়েছে। এ সিদ্ধান্তটি বুধবার (১৭ ডিসেম্বর) গণমাধ্যমে প্রকাশিত হয়, যদিও প্যারিস পুলিশ প্রিফেকচারের অনুরোধে বিষয়টি ডিসেম্বরের শুরুতেই চূড়ান্ত করা হয়েছিল।

প্যারিস পুলিশ প্রিফেকচার জানিয়েছে, শঁ জেলিজে অ্যাভিনিউয়ের মতো ব্যস্ত ও প্রতীকী এলাকায় বড় আকারের উন্মুক্ত কনসার্ট আয়োজন জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। তাই কনসার্ট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, বড় জনসমাগম নিয়ন্ত্রণে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

এ কারণে পূর্বে ধারণকৃত কনসার্টটি টেলিভিশনে সম্প্রচার করা হবে। একই সঙ্গে আর্ক দ্য ত্রিয়ঁফ এলাকায় নির্ধারিত আতশবাজি প্রদর্শনী যথারীতি অনুষ্ঠিত হবে।

সাম্প্রতিক বছরগুলোতে প্যারিসের নববর্ষ উদযাপনে কয়েক লাখ মানুষ অংশ নিয়েছেন। কোনো কোনো বছর অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় ১০ লাখে পৌঁছায়। এত বিপুল জনসমাগম নিয়ন্ত্রণে তখন হাজার হাজার পুলিশ মোতায়েন করতে হয়।

ফরাসি ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে শঁ জেলিজে এলাকায় সহিংসতা, সংঘর্ষ ও লুটপাটের ঘটনার সংখ্যা বেড়েছে। এসব ঘটনায় কিছু গোষ্ঠীর জড়িত থাকার অভিযোগ ওঠায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

জিবি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ফরাসি সাংবাদিক আলেকজান্ডার সিয়ার্ল বলেন, কর্তৃপক্ষ সরাসরি কোনো আসন্ন সন্ত্রাসী হুমকির কথা উল্লেখ না করলেও ফ্রান্স এখনো উচ্চ নিরাপত্তা সতর্কতায় রয়েছে। তিনি বলেন, প্রতীকী ও বড় আকারের ইভেন্টগুলো সবসময় সম্ভাব্য ঝুঁকির তালিকায় থাকে এবং সামগ্রিক ঝুঁকি মূল্যায়নের অংশ হিসেবেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্যারিস প্রিফেক্ট বলেন, জননিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তাই বড় জনসমাগমের নিরাপত্তা নিশ্চিত করতে নববর্ষের উন্মুক্ত কনসার্ট বাতিল করা হয়েছে।

সমর্থকদের মতে, সম্ভাব্য ঝুঁকি এড়াতে বড় আকারের আয়োজন সীমিত করা দায়িত্বশীল ব্যবস্থাপনার উদাহরণ। অন্যদিকে সমালোচকদের দাবি, এমন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বাতিল জনমনে ভীতির বার্তা দিতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com