December 14, 2025, 5:49 am

প্যারা যুব এশিয়ান গেমসে চৈতি ও শহিদউল্লাহর স্বর্ণ জয়

Reporter Name
  • Update Time : Sunday, December 14, 2025
  • 14 Time View

প্যারা যুব এশিয়ান গেমসের অ্যাথলেটিকস ও সাঁতার থেকে একটি করে স্বর্ণ ও ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হচ্ছে আসরের খেলা।

সাঁতারে স্বর্ণপদক জিতেছেন মো. শহিদউল্লাহ, তিনি স্বর্নপদকের সঙ্গে একটি ব্রোঞ্জ পদকও জিতেছেন। অ্যাথলেটিকসে স্বর্ণ জিতেছেন চৈতি রানী দেব। মো. শহিদউল্লাহর মত একটি ব্রোঞ্জ পদকও জিতেছেন অ্যাথলেটিকসে অংশ্রহণকারী এ উদীয়মান ক্রীড়াবিদ।

চৈতি রানী দেব খেলেছেন অ্যাথলেটিকসের ১০০ মিটার স্প্রিন্ট ও জ্যাভলিন ইভেন্টে। ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছেন তিনি। জ্যাভলিন ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন পদক। একটি করে স্বর্ণ ও ব্রোঞ্জ জিতেছেন মো. শহিদউল্লাহ। সাঁতারের ৫০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জিতেছেন তিনি। ১০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে জিতেছেন ব্রোঞ্জ পদক। গতকাল সন্ধ্যা পর্যন্ত ২টি করে স্বর্ণ ও ব্রোঞ্জ নিয়ে সম্মিলিত পদক তালিকার ২১তম স্থানে ছিল বাংলাদেশ।

দুবাইয়ে সাঁতার ও অ্যাথলেটিকসে অর্জনের পর বাংলাদেশের কোচ গোলাম মোস্তফা কালবেলাকে বলছিলেন, ‘স্বল্প সময়ের প্রস্তুতিতে বাংলাদেশ যা অর্জণ করেছে তা খুবই ইতিবাচক। বাংলাদেশ সাঁতার ফেডারেশন সুইমিংপুলে প্যারা যুব গেমসের অনুশীলনের ব্যবস্থা করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। প্যারা যুব এশিয়ান গেমসে বাংলোদেশী ক্রীড়াবিদরা প্রমাণ করেছেন, শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের বৈশ্বিক আসরে বাংলাদেশের সম্ভাবনা আছে। প্রয়োজন সঠিক পরিচর্যার। সঠিক পরিচর্যা পেলে বৈশ্বিক অন্যান্য আসরেও ভাল করতে পারেন আমাদের ক্রীড়াবিদরা।’

আসর শেষ করে সোমবার ঢাকায় ফেরার কথা বাংলাদেশী ক্রীড়াবিদদের। প্যারা যুব এশিয়ান গেমসে সাঁতার এবং অ্যাথলেটিকস ছাড়াও অন্যান্য ইভেন্টে অংশগ্রহণ করছে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com