একের পর এক ব্যতিক্রমী আয়োজন দিয়ে আবারও আলোচনায় ঢালিউড সুপারস্টার শাকিব খান। সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে তাঁর ছয়টি ভিন্ন ভিন্ন লুকের কয়েকটি ছবি, আর তা ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে কৌতূহল।
ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যায়—কখনও অধ্যাপকের ভঙ্গিমায়, কখনও শুটারের পোশাকে, আবার কোথাও মনে হয়েছে তিনি বয়স্ক চরিত্রে রূপ নিয়েছেন। পাশাপাশি পাইলট, অফিসার ও আধুনিক শহুরে লুকেও ধরা দিয়েছেন এই নায়ক। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে—একসঙ্গে এত লুকের কারণ কী?
জানা গেছে, সম্প্রতি একটি জনপ্রিয় প্রসাধনী ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিং করেছেন শাকিব খান। বিজ্ঞাপনটির নির্মাতা আদনান আল রাজীব। পুরো ভিডিওজুড়ে বিভিন্ন পরিবেশ ও চরিত্রে হাজির হয়েছেন শাকিব, যেখানে প্রতিটি দৃশ্যে তাকে প্রশ্ন করা হয়—‘নাম্বার ওয়ান কী?’ উত্তরে প্রতিবারই তিনি বলেন—‘ভিটামিন সি।’
এদিকে আজ সামাজিকমাধ্যমে নিজেই একটি ছবি শেয়ার করেছেন শাকিব খান, যেখানে তাকে দেখা গেছে পাইলট রূপে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন—‘আকাশই শেষ সীমা নয়, এটি শুধু শুরু।’
নেটিজেনরা শাকিবের এই নতুন উপস্থিতিকে যেমন ইতিবাচকভাবে গ্রহণ করছেন, তেমনি প্রশংসা করছেন নির্মাতা আদনান আল রাজীবের সৃজনশীলতাকেও। তবে ছয়টি লুক দেখে অনেকেই ভেবেছিলেন এগুলো হয়তো শাকিবের বহুল আলোচিত নতুন সিনেমা ‘সোলজার’–এর অংশ। কিন্তু সূত্র বলছে, এই লুকগুলো সম্পূর্ণভাবে সেই বিজ্ঞাপন প্রচারণার জন্যই প্রস্তুত করা হয়েছে।