December 1, 2025, 10:02 pm
সর্বশেষ সংবাদ:
নভেম্বরে এলো ৩৫ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স ইসরায়েল না মানলেও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান একমাত্র পথ: পোপ লিও খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে সরকারের প্রজ্ঞাপন বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, একদিনেই ৪ লাখ টাকা জরিমানা আদায় প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত, স্থগিত বার্ষিক পরীক্ষা যে কারণে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করতে হয়েছিল ভারতের বিশ্বকাপ জয়ের নায়িকার নকল ঘি-এর বিজ্ঞাপনে অংশ নিয়ে বিপাকে অভিনেতা এজাজ সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি: অনেক প্রতিষ্ঠানে হচ্ছে না বার্ষিক পরীক্ষা সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের জেলা আমির জনগণের সঙ্গে নয়, ইউনূস ‘আঁতাত’ করেছেন আন্তর্জাতিক শক্তির সঙ্গে: ফরহাদ মজহার

মালয়েশিয়ায় সাড়ে ১৮ হাজার শ্রমিক পাঠিয়ে ৩১৪ কোটি টাকা লুটপাট

Reporter Name
  • Update Time : Thursday, November 13, 2025
  • 17 Time View

মালয়েশিয়া পাঠানোর নামে চুক্তি বহির্ভূত কর্মকাণ্ড করে মোট ৩১৪ কোটি ৩৪ লাখ ৭২ হাজার ৫০০ টাকা নিয়ে আত্মসাতের অভিযোগে পাঁচ রিক্রুটিং এজেন্সির ২৬ মালিক ও কর্মকর্তার বিরুদ্ধে পৃথক পাঁচটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করেছে। সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

প্রথম মামলার আসামিরা হচ্ছেন- জিএমজি লিমিটেডের চেয়ারম্যান মোছা. মনিহার, ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মাওলা, পরিচালক মোজাম্মেল হোসেন, তাসফিয়া মাউন ও ইসলাইল হোসাইন। মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশ ও ক্ষমতার অপব্যবহার করে বায়রার বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে সিন্ডিকেট করে বিএমইটি ও বায়রার রেজিস্ট্রেশনের শর্ত ভঙ্গ করে মালয়েশিয়া পাঠাতে সরকার কর্তৃক নির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকার চেয়ে অতিরিক্ত টাকা গ্রহণ করেছে। চুক্তি বহির্ভূত কর্মকাণ্ড করে সরকারের এজেন্ট হিসেবে অবৈধ পারিতোষিক গ্রহন করে ২ হাজার ৮৩০ জনকে মালয়েশিয়ায় পাঠানোর নামে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রতি কর্মীর কাছ থেকে নির্ধারিত ফির অতিরিক্ত অর্থসহ মোট ৪৭ কোটি ৪০ লাখ ২৫ হাজার টাকা নিয়ে আত্মসাৎ করেছেন।

একই প্রক্রিয়ায় দ্বিতীয় মামলায় ৩ হাজার ২৩৯ জন মালয়েশিয়ায় পাঠানো কর্মীর নিকট থেকে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা ও নির্ধারিত ফির অতিরিক্ত অর্থসহ ৫৪ কোটি ২৫ লাখ ৩২ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়েছে। এই মামলায় দি জিএমজি এসোসিয়েট লিমিটেডের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, পরিচালক আব্দুর রহিম, ওয়ালিদ হোসাইন হারুন, নুরুল আমিন, মো. গোলাম মাওলা, ইসলাইল হোসাইন ও তাসফিয়া মাউদকে আসামি করা হয়েছে। যেখানে সরকার কর্তৃক নির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকার চেয়ে অতিরিক্ত টাকা গ্রহণ করে দণ্ডবিধির ১২০(বি)/১৬১/১৬২/১৬৩/১৬৪/১৬৫(ক)/৪২০/৪০৯ ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ করার অভিযোগ আনা হয়েছে মামলায়।

তৃতীয় মামলার আসামি হচ্ছেন কিউকে কুইক এক্সপ্রেস লিমিটেডের চেয়ারম্যান রবিউল ইসলাম রবিন, এমডি মোহাম্মদ মুনছুর, পরিচালক রাশেদা আকতার, নিলূফা কুদ্দুস, আওরঙ্গজেব ও শাহিনা খান। তাদের বিরুদ্ধেও সরকার কর্তৃক নির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকার চেয়ে অতিরিক্ত টাকা গ্রহণ করে মালয়েশিয়ায় পাঠানোর নামে ৫ হাজার ২৭৫ জন শ্রমিকের কাছ থেকে চুক্তি বহির্ভূত কর্মকাণ্ড করে বিভিন্ন ফি বাবদ ৭১ কোটি ৬০ লাখ ৬২ হাজার ৫০০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে চতুর্থ মামলায় এম ই এফ গ্লোবাল বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান মো. আলতাফ হোসেন, এমডি মকবুল হোসেন ও পরিচালক হাইদার আলীকে আসামি করা হয়েছে। একই প্রক্রিয়ায় আসামি চুক্তি বহির্ভূত কর্মকাণ্ড করে সরকারের এজেন্ট হিসেবে অবৈধ পারিতোষিক গ্রহণ করে ৪ হাজার ৫৬৬ জন মালয়েশিয়ায় প্রেরিত কর্মীর নিকট থেকে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা এবং নির্ধারিত ফির অতিরিক্ত অর্থসহ ৭৬ কোটি ৪৮ লাখ ৫ হাজার টাকা গ্রহণপূর্বক আত্মসাৎ করেছেন। ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে আসামিরা এমন অপরাধের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন বলে মামলায় অভিযোগ আনা হয়েছে।

আর পঞ্চম মামলায় ধামাসি করপোরেশন লিমিটেডের চেয়ারম্যান ওসমান গনি, এমডি নোমান চৌধুরী ও পরিচালক আহমেদ চৌধুরীকে আসামি করা হয়েছে। একই প্রক্রিয়ায় আসামি চুক্তি বহির্ভূত কর্মকাণ্ড করে সরকারের এজেন্ট হিসেবে অবৈধ পারিতোষিক গ্রহণ করে ৩ হাজার ৮৫৭ জনকে মালয়েশিয়ায় পাঠিয়ে নির্ধারিত ফির অতিরিক্ত ৬৪ কোটি ৬০ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা গ্রহণপূর্বক আত্মসাৎ করেছেন। এর আগে এই ঘটনা ১২টি মামলা দায়ের করা হয়েছিল বলে জানিয়েছে দুদক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com