দক্ষিণ লেবাননের ফ্রাউন এলাকায় শুক্রবার ইসরায়েলের একটি ড্রোন একটি গাড়িতে হামলা চালায়। এতে একজন নিহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
ফিলিস্তিন ইস্যুতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে এ হামলার বিষয়ে ইসরায়েল এখনো কোনো মন্তব্য করেনি।
লেবানন কর্তৃপক্ষ বলছে, ২০২৪ সালের ২৭ নভেম্বর অস্ত্রবিরতির পর থেকে ইসরায়েল মোট ৫ হাজার ৩৫০ বার লঙ্ঘন করেছে। এর মধ্যে ২ হাজার ৯৮৩টি বিমান হামলা, ২ হাজার ১৮৯টি স্থল অভিযান এবং ১৬৯টি নৌ লঙ্ঘন রয়েছে।
এই সময়ে লেবাননে ৩৩১ জন নিহত এবং ৯৪৫ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।