December 2, 2025, 1:33 am
সর্বশেষ সংবাদ:

সারাদেশে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করছেন বিচারকরা

Reporter Name
  • Update Time : Sunday, November 16, 2025
  • 18 Time View

রাজশাহী মহানগর দায়রা জজের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যার ঘটনায় সারাদেশের বিচারকরা কালো ব্যাজ ধারণ করে কর্মসূচি পালন করেছেন। রোববার (১৬ নভেম্বর) কালো ব্যাজ ধারণ করেন তারা।

এর আগে, গত শুক্রবার নিরাপত্তাসহ দুই দফা দাবিতে রোববার থেকে কলমবিরতি কর্মসূচির ঘোষণা দিয়েছিল বিচারকরা। তবে গতকাল দাবি পূরণে আইন উপদেষ্টার আশ্বাসে সেই কর্মসূচি স্থগিত করা হয়। বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, দুই দফা দাবি নিয়ে বিচার বিভাগের কয়েকজন সিনিয়র কর্মকর্তাসহ অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদল আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে আইন উপদেষ্টা বিচারকদের দুই দাবির সঙ্গে একমত পোষণ করেন এবং বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। এরই পরিপ্রেক্ষিতে পূর্বঘোষিত কলম বিরতি কর্মসূচি আপাতত স্থগিত করা হলো।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটে। পুলিশ জানায়, পরিবারের পূর্ব-পরিচিত লিমন নামের এক যুবক বাসায় ঢুকে বিচারকের ছেলে সুমনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় বাধা দিতে গেলে বিচারকের স্ত্রী তাসমিন নাহার আহত হন। এছাড়া লিমনও আহত হয়।

পরে অভিযুক্ত লিমনকে পুলিশের হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় লিমনের একটি বক্তব্য কয়েকটি মিডিয়ায় প্রচার করা হয়। এ ঘটনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে আদালতে তলব করা হয়েছে। পাশাপাশি রাজপাড়া থানার এক এসআই ও তিন কনস্টেবলসহ মোট চার জনকে সাময়িক বরখাস্ত করা হয়।

এদিকে, বিচারকপুত্র হত্যাকাণ্ডে অভিযুক্ত লিমন মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com