December 21, 2025, 10:31 pm

২০২৬ বিশ্বকাপের রেকর্ড প্রাইজমানি ঘোষণা করল ফিফা

Reporter Name
  • Update Time : Thursday, December 18, 2025
  • 40 Time View

ফিফা বিশ্বকাপের ইতিহাসে দলের হিসেবে সবচেয়ে বড় হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপ। এবারের আসরে অংশ নিচ্ছে ৪৮টি দল। দলের সংখ্যার সঙ্গে বেড়েছে প্রাইজমানিও।

বুধবার (১৭ ডিসেম্বর) বিশ্বকাপকে সামনে রেখে প্রাইজমানি ঘোষণা করেছে ফিফা।

এ আসরে সবমিলিয়ে ৬৫৫ মিলিয়ন ডলার বাজেট অনুমোদন দিয়েছে ফিফা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭৯৯৮ কোটি ৯৩ লাখ ৬ হাজার টাকা। ২০২২ কাতার বিশ্বকাপের থেকে ৫০ শতাংশ বাজেট বেড়েছে।

বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১০ কোটি ৬০ লাখ ৬০ হাজার টাকা। গতবার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫১২ কোটি ৯০ লাখ ৯০ হাজার টাকা। রানার্স আপ পাবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০২ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার টাকা।

তৃতীয় হওয়া দল পাবে প্রায় ৩৫৪ কোটি ১৫ লাখ ১৫ হাজার টাকা। বিপরীতে চতুর্থ দল পাবে প্রায় ৩২৯ কোটি ৭২ লাখ ৭৩ হাজার টাকা।

শেষ আট বা কোয়ার্টার ফাইনালে বাদ পড়া প্রত্যেক দল পাবে প্রায় ২৩২ কোটি ৩ লাখ ৩ হাজার টাকা। শেষ ষোলো থেকে বাদ পড়া প্রত্যেক দলের পকেটে ঢুকবে ১৮৩ কোটি ১৮ লাখ ১৮ হাজার টাকা।

অন্যদিকে দল বেড়ে যাওয়ায় প্রথমবারের মতো রাউন্ড অফ ৩২ স্লট থেকে বাদ পড়া প্রত্যেক দল পাবে প্রায় ১৩৪ কোটি ৩৩ লাখ ৩৩ হাজার টাকা। পাশাপাশি গ্রুপ পর্বেই বাদ পড়া প্রত্যেক দল পাবে প্রায় ১০৯ কোটি ৯০ লাখ ৯০ হাজার টাকা।

উল্লেখ্য,অংশ নেয়া প্রতিটি দল প্রস্তুতির জন্য পাবে প্রায় ১৮ কোটি ৩১ লাখ ৮২ হাজার টাকা। সব মিলিয়ে বিশ্বকাপে প্রত্যেক দলের পকেটে কমপক্ষে প্রায় ১২৮ কোটি ২২ লাখ ৭৩ হাজার টাকা ঢুকবে। আগামী বছরের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিত হবে ২৩তম বিশ্বকাপ ফুটবল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com