জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ায় জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেনের সাথে উপজেলা জাতীয় শ্রমিকলীগের নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করেছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য ও কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সহ.সভাপতি আলহাজ্ব শেখ আমজাদ হোসেনের নিজস্ব কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন কলারোয়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের নব গঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।
উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহবায়ক আব্দুর রহিমের নেতৃত্বে জেলা পরিষদ সদস্য ও কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সহ.সভাপতি আলহাজ্ব শেখ আমজাদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলে-যুগ্ম-আহবায়ক শেখ শহিদুজ্জামান মিঠু, শেখ শহীদ আলী, সদস্য সচিব জাহাঙ্গীর কবির বাবলু, সদস্য লিয়াকত হোসেন, জাহাঙ্গীর হোসেন, কাজী মুক্তা, সন্দীপ রায়, মাগফুর রহমান, আলী হোসেন, কবিরুল ইসলাম, মন্টু ইসলাম, বাবলু সরদার, লাল্টু, মুরাদ হাসান জনি, সন্তষ কুমার প্রমুখ। এসময় শেখ আমজাদ হোসেন শ্রমিকলীগ নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করান।
একটি মন্তব্য পোস্ট করুন