ইউসুফ আলী সংগ্রামী, ফুলবাড়ী (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদরের চেয়ারম্যান পাড়া থেকে শেখ
কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতায় দীর্ঘ
লাফে জাতীয় পর্যায়ে দেশসেরা হওয়া ৮ম শ্রেণির ছাত্র শাহ পরান
সিয়ামকে তার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা স্লোগানে
স্লোগানে ঢাক-ঢোল পিটিয়ে সংবর্ধনা দিয়েছে।
বুুধবার সকালে ঢাক্ধাসঢ়; থেকে ফুরবাড়ী উপজেলা সদরে দেশসেরা শাহ
পরাস মিয়াম পৌঁছিলে সিয়ামের শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ী
জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ফুলের মালা
গলায় পড়িয়ে ঢাক-ঢোল পিটিয়ে সিয়ামকে তার শিক্ষা প্রতিষ্ঠানে
নিয়ে আসে।
একইভাবে শোহ পরান সিয়াম তার গ্রাম ফুলবাড়ী উপজেলা সদরের
চেয়ারম্যান পাড়ায় পৌঁছিলে চেয়ারম্যানপাড়াবাসী তাকে ফুলেল
শুভেচ্ছা ও ভারোবাসায় সিক্ত করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও শাহ
পরান সিয়ামকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। শাহ পরান সিয়াম তার জন্য এ
ভালোবাসার আয়োজন দেখে অভিভূত হন।
শাহ পরান সিয়ামের পিতা হোসেন আলী, মা সাহেরা বেগম একমাত্র
ছেলের উপর এলাকাবাসী ও শিক্ষক শিক্ষার্থীদের ভালোবাসা সংবর্ধনা
দেখে তারাও সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ও সবার কাছে শাহ
পরান সিয়ামের জন্য দোয়া ও সহযোগিতা কামনা করেন।
জানা গেছে, গত সোমবার সকাল ১০ টার দিকে বাংলাদেশ আর্মি
স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা
এ্যাথলেটিকস প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। জাতীয় পর্যায়ের এই
প্রতিযোগিতায় রংপুর বিভাগের প্রথম হওয়া প্রতিযোগী হিসেবে
শাহ পরান সিয়াম দীর্ঘ লাফে (লঙ্কজাম্প) অংশগ্রহণ করে।
ওংপুর বিভাগের হয়ে ঢাকাসহ দেশের আরও ৭ টি বিভাগের প্রথম হওয়া
প্রতিযোগীদের সাথে তার প্রতিযোগিতা শুরু হয়। দেশের অন্যান্য ৭
বিভাগের প্রতিযোগীদের লড়াইয়ে সে দীর্ঘ লাফে ক’গ্রুপ প্রথম
স্থান অধিকার করে দেশ সেরা হয়। সে ২০ ফুটেরও বেশি দীর্ঘ লাফ দেয়ার
যোগ্যতা অর্জন করায় তাকে দেশসেরা করা হয়।
শাহ পরান সিয়াম উপজেলায় পর্যায়ে দীর্ঘ লাফে ১৮ ফুট, জেলা পর্যায়ে
দীর্ঘ লাফে ১৯ ফুট ও বিভাগীয় পর্যায়ে ১৯ ফুট ৯ ইঞ্চি দীর্ঘ লাফে
প্রথম ও জাতীয় পর্যায়ে ২০ ফুট দীর্ঘ লাফে দেশসেরা হয়।
এর আগে শাহ পরান সিয়াম শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা
এ্যাথলেটিকস প্রতিযোগিতার রংপুর বিভাগীয় কমিটির তত্ত্বাবধানে
শনিবার ঢাকার উদ্দ্যেশে রহনা হয়। সোমবার সকাল ১০ টার দিকে ঢাকা
আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সে
দেশসেরা হয়।
এ্যাথলেটিকস প্রতিযোগিতায় দীর্ঘ লাফে সেরা হওয়া কিশোর শাহ
পরান সিয়াম জানান, আমি সবার দোয়া নিয়ে ২০ ফুটেরও বেশি দীর্ঘ
লাফ দিতে পারায় জাতীয় পর্যাযের প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে
দেশ সেরা হয়েছি।
আজ আমাকে ভিষণ ভালো লাগছে। আমি সবার ভালোবাসায় সিক্ত। সবার
কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য, অভাবের মাঝেও তার জন্ম স্থান ফুলবাড়ী উপজেলা সদরের
চেয়ারম্যান পাড়ায় বসবাসকারী আমার সহপাঠিদের সাথে খেলাধুলা
করেই বেড়ে ওঠে। এ পাড়ায় খেলা ধুলার করার মতো কোনো মাঠ ছিলনা।
পরিত্যক্ত জমির মাঠে খেলাধূলা করেই ফুলবাড়ী জছিমিঞা সরকারি উচ্চ
বিদ্যালয় থেকে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস
প্রতিযোগিতায় অংশশগ্রহণ করে। এ প্রতিযোগিতায় শাহ পরান
সিয়াম দীূর্ঘ লাফে উপজেলায় প্রথম, জেলায় প্রথম ও রংপুর বিভাগে
প্রথম ও জাতীয় পর্যায়ে দেশসেরা চ্যাম্পিয়ন হয়।
এই প্রতিভাবান অদম্য খেলোয়াড় সিয়ামকে একজন দেশসেরা
খেলোয়াড়ের সম্মান ও যথাযথ সুযোগ সৃষ্টির জন্য সরকারি ও বে-
সরকারি পর্যায়ের সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসা জরুরী। প্রতিভাবান
শাহ পরান সিয়ামকে সহযোগিতার হাত বাড়ালে এ একদিন বাংলাদেশকে
বিশে^র পরিমন্ডলে সুনামের সাথে তুলে ধরবে। এমনি প্রত্যাশা
এলাকাবাসীর।
একটি মন্তব্য পোস্ট করুন