শিবালয়ে কিস্তির টাকা চাওয়ায় ব্র্যাককর্মীকে মারধরের অভিযোগ
মোহাম্মদ ইউনুস আলী:
শিবালয় উপজেলায় এনজিও ব্র্যাকের ঋণের কিস্তির টাকার চাইতে গিয়ে মাঠকর্মী মারধরের শিকার হয়েছে। ঋণ গ্রহিতা রিক্তা আক্তারের স্বামী অটোরিক্সা চালক শুকু মোল্লার বিরুদ্ধে শিবালয় থানায় অভিযোগ দেয়া হয়েছে। ভূক্তভোগী মাঠকর্মী লাভলী আক্তার উথলী হাসপাতালে ভর্তি রয়েছে।
অভিযোগে জানা যায়, উপজেলার চারিপাড়া গ্রামের অটো রিক্সা চালক শুকু মোল্লার স্ত্রী রিক্তা আক্তার (২৪) ইতিপূর্বে ব্র্যাক থেকে ৬০ হাজার টাকা ঋণ নেয়। কয়েক মাস যাবৎ ঋণের কিস্তি না দেয়ার কয়েকবার বাকবিতন্ডা হয়েছে।
গত ২৯ এপ্রিল সকাল ১০টার দিকে ব্র্যাক অফিসের সামনে রিক্তার স্বামী শুকুকে দেখতে পেয়ে মাঠকর্মী লাভলী টাকা চায়। এতে শুকু ক্ষিপ্ত হয়ে লাভলীর উপর চড়াও হয়ে বেদম মারপিট করে। লাভলী অটো রিক্সার চাবি নেয়ার চেষ্টা করলে শুকু তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। জোরপূর্বক চাবি ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় লাভলীর গায়ের উপর রিক্সা উঠিয়ে দেয়। খরব পেয়ে ব্র্যাককর্মীরা শুকুকে আটক করে পুলিশে সোপর্দ করে।
একটি মন্তব্য পোস্ট করুন