দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাসুদ রানা সুমন, দৌলতপুর, (মানিকগঞ্জ) প্রতিনিধি
আজ বুধবার সকাল ১০ টায় নানা আয়োজনের মধ্য দিয়ে দৌলতপুর প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ক্রিড়া প্রতিযোগিতা জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
প্রথমে জাতীয় পতাকা, স্কাউট ও প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে শান্তির পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক উউদ্বোধন করেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) শুক্লা সরকার।
এছাড়াও এসময় উপস্হিত ছিলেন সহকারী কমিশনার ভূমি এসএম ফয়েজ উদ্দিন, দৌলতপুর থানা ইনচার্জ রণজিৎ কুমার সাহা (তদন্ত), উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ নূরুল ইসলাম রাজা।
পায়রা উড়ানোর পর শুরু হয় বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। ক্রিয়া প্রতিযোগিতার বিশেষ আকর্ষণ ছিল চোখ বেধে পাতিল ভাঙ্গা ও যেমন খুশি তেমন সাজ।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ক্রীড়া শিক্ষক মোঃ খোরশেদ আলম, সিনিয়র শিক্ষক মোঃ মফিজুল ইসলাম।
একটি মন্তব্য পোস্ট করুন