সূত্র জানায়, শুক্রবারের শুরুতে ভিডিও বার্তার মাধ্যমে তার গভর্নর দৌড়ে অংশ নেওয়ার ঘোষণা দেওয়া হবে। ইতিমধ্যে স্টেফানিক তার মিত্রদের এ সংক্রান্ত পরিকল্পনার কথা জানিয়েছেন।
নিউ ইয়র্কের গভর্নর পদে লড়তে যাচ্ছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অন্যতম মিত্র ও রিপাবলিকান প্রতিনিধি এলিস স্টেফানিক।
চারজন ব্যক্তির বরাত দিয়ে আইউইটনেস নিউজ জানায়, আগামী বছর নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলের বিপক্ষে লড়াইয়ে নামবেন স্টেফানিক।
সূত্র জানায়, শুক্রবারের শুরুতে ভিডিও বার্তার মাধ্যমে তার গভর্নর দৌড়ে অংশ নেওয়ার ঘোষণা দেওয়া হবে। ইতিমধ্যে স্টেফানিক তার মিত্রদের এ সংক্রান্ত পরিকল্পনার কথা জানিয়েছেন।
বেশ কিছুদিন ধরে হোকুলের বিরুদ্ধে তীব্র সমালোচনা করতে দেখে গেছে স্টেফানিককে।
নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র জোরান মামদানির বিপক্ষেও বিভিন্ন সময় সরব হয়েছেন তিনি।
ট্রাম্পের বিশ্বস্ত ও প্রিয়ভাজন এ নারী গত বছর প্রেসিডেন্টের সুপারিশে জাতিসংঘে স্বল্পকালীন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে ‘মেক অ্যামেরিকা গ্রেট এগেইন’ মুভমেন্টে আলোচিত মুখ হয়ে ওঠেছিলেন স্টেফানিক।
