November 8, 2025
9ab668d09ac0d238906742e8f8c506060ca798ff736a65c9

সাম্প্রতিক সময়ে কুঁচকির চোট বেশ ভালোই ভুগিয়েছে লামিনে ইয়ামালকে। তবে স্পেন দলের কোচ লুইস দে লা ফুয়েন্তের মতে, এই মুহূর্তে ‘নিখুঁত অবস্থায়’ আছেন এই বার্সা তারকা। কোচের মতে, তাড়াহুড়া করে ইয়ামালকে দলে ফেরানো হয়নি।

চলতি মাসে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে জর্জিয়া ও তুরস্কের বিপক্ষে মাঠে নামবে স্পেন। সেই দুই ম্যাচ সামনে রেখে শুক্রবার (৭ নভেম্বর) ২৬ জনের দল ঘোষণা করেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। ৪ বছর বছর পর দলে ফিরেছেন পাবলো ফোরনালস। জাতীয় দলের হয়ে তিনি সবশেষ ম্যাচটি খেলেছেন ২০২১ সালে।

দলে ফিরেছেন ডিফেন্ডার এমেরিক লাপোর্তও। তবে এর আগের দুই ম্যাচের মতো এবারও দলে জায়গা পাননি অভিজ্ঞ ফরোয়ার্ড আলভারো মোরাতা। আর চোটের কারণে দলে জায়গা হয়নি নিকো উইলিয়ামসের।

কুঁচকির চোট কয়েক সপ্তাহ ভোগানোর পর ধীরে ধীরে ছন্দে ফিরেছেন ইয়ামাল। গত রোববার (২ নভেম্বর) লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে গোল করার পর চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুজের বিপক্ষেও দারুণ একটি গোল করেন তিনি।

চোটের কারণে গত মাসে বিশ্বকাপ বাছাইয়ে জর্জিয়া ও বুলগেরিয়ার বিপক্ষে খেলতে পারেননি ইয়ামাল। যদিও প্রথমে তাকে নিয়েই দল ঘোষণা করেছিলেন স্পেন কোচ। আর তার কয়েক ঘণ্টা পর তার চোটের কথা জানায় বার্সেলোনা।

গত সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে বুলগেরিয়া ও তুরস্কের বিপক্ষে ইয়ামালকে ৭৯ ও ৭৩ মিনিট খেলানোর সমালোচনা করেছিলেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকস্পেন দল ঠিকমতো তার যত্ন নেয়নি বলেও অভিযোগ করেছিলেন তিনিতবে সেই অভিযোগ উড়িয়ে দেন স্পেন কোচ

সামনের দুই ম্যাচের দল ঘোষণার সংবাদ সম্মেলনে লুইস দে লা ফুয়েন্তে বললেন, খেলার জন্য এখন খুব ভালো অবস্থায় আছেন ইয়ামাল। ‘তার সবশেষ ম্যাচটি দেখেছি এবং আমি বিশ্বাস করি, সে নিখুঁত অবস্থায় আছেতার কোচ বলেছে, সে খেলার জন্য প্রস্তুতসে সবসময় যেমন থাকে, তেমন খেলোয়াড় হিসেবেই ফিরে এসেছে, আমরা তা উদযাপন করছিযতক্ষণ আমরা উপযুক্ত মনে করি, ততক্ষণ সে আমাদের সঙ্গে থাকবে।’

আমাদের খুব গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ আছে এবং আমাদের সেরা খেলোয়াড়দের মাঠে নামাতে হবে। বিশ্বকাপের যোগ্যতা অর্জনের জন্য আমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ এবং আমরা সেরা খেলোয়াড়দের আমাদের সঙ্গে রাখতে চাই।’

ঘরের মাঠে আগামী ১৫ নভেম্বর জর্জিয়ার বিপক্ষে মাঠে নামবে স্পেন। তার তিন দিন পর তুরস্কের মুখোমুখি হবে একবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ইউরোপ অঞ্চলের বাছাইয়ে চার ম্যাচের সবকটি জিতে ১২ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে আছে স্পেন। ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তুরস্ক। ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে জর্জিয়া। এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি বুলগেরিয়া। গ্রুপের শীর্ষ দল সরাসরি ২০২৬ বিশ্বকাপের টিকেট পাবে। আর রানার্স আপ দলকে খেলতে হবে প্লে-অফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *