November 9, 2025
tbn24-20251107224737-3811-visa magnifying glass

ওয়াশিংটনভিত্তিক কেএফএফ হেলথ নিউজ জানায়, অ্যামেরিকান দূতাবাস ও কনস্যুলেটগুলোতে তারবার্তার মাধ্যমে নির্দেশকাটি পাঠানো হয়।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভিবাসন প্রক্রিয়াকে নানাভাবে কঠিন করেছে তার প্রশাসন। এরই অংশ হিসেবে বিভিন্ন সময়ে কঠিন শর্ত যুক্ত করা হয়েছে ভিসা প্রাপ্তিতে। সর্বশেষ স্বাস্থ্যগত জটিলতাকেও ভিসা পাওয়ার শর্ত হিসেবে হাজির করেছে প্রশাসন।

এনডিটিভি জানায়, অ্যামেরিকায় বসবাসের জন্য ভিসার আবেদনকারী বিদেশি কোনো নাগরিকের ডায়াবেটিস কিংবা স্থূলতা থাকলে তার ভিসা প্রত্যাখ্যান হতে পারে।

ট্রাম্প প্রশাসনের নতুন এক নির্দেশিকায় বিষয়টি জানানো হয়েছে, যেটি বৃহস্পতিবার দেওয়া হয়েছে।

স্টেইট ডিপার্টমেন্টের নির্দেশিকায় বলা হয়, এ ধরনের স্বাস্থ্যগত সমস্যায় থাকা লোকজন ‘সরকারি সুবিধার ওপর অতি নির্ভরশীল’ হতে পারেন। একই সঙ্গে তারা অ্যামেরিকার সম্পদ নিঃশেষ করতে পারেন।

ওয়াশিংটনভিত্তিক কেএফএফ হেলথ নিউজ জানায়, অ্যামেরিকান দূতাবাস ও কনস্যুলেটগুলোতে তারবার্তার মাধ্যমে নির্দেশকাটি পাঠানো হয়।

সংক্রামক রোগ, টীকাদানের ইতিহাস যাচাই এবং মানসিক সমস্যা জানা সবসময়ই অ্যামেরিকার ভিসা আবেদন প্রক্রিয়ার অংশ ছিল, তবে নতুন নির্দেশনায় বাড়তি কিছু স্বাস্থ্যগত অবস্থা যোগ করা হয়েছে।

কেএফএফের প্রতিবেদনে উল্লেখ করা হয়, আবেদনকারীর স্বাস্থ্যের অবস্থা বিবেচনায় নিতে হবে। সুনির্দিষ্ট স্বাস্থ্যগত অবস্থা—যার অন্তর্ভুক্ত কিন্তু শুধু এগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়—হৃদরোগ, শ্বাসপ্রশ্বাসের রোগ, ক্যানসার, ডায়াবেটিস, বিপাকীয় রোগ, স্নায়ু রোগ ও মানসিক স্বাস্থ্যের অবস্থার চিকিৎসায় লাখো ডলার খরচ হতে পারে।

ভিসার আবেদনকারীরা চিকিৎসা খরচ মেটাতে পারবেন কি না, সেটি মূল্যায়নের জন্যও ভিসা কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *