November 10, 2025

রাজধানীর আগারগাঁও এলাকায় বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ বেতারের প্রধান গেটের সামনে এ ঘটনা ঘটে।

‎পুলিশ সূত্রে জানা যায়, আগারগাঁও এলাকায় একটি মোটরসাইকেল চলন্ত অবস্থায় দুজন এসে একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। বিস্ফোরণে তীব্র শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‎এ বিষয়ে শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বলেন, আজকে সন্ধ্যায় বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমরা দোষীদের শনাক্তের চেষ্টা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *