ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্র, দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। আজ ১২ নভেম্বর (বুধবার) দুপুরে হাসপাতালের প্রধান ফটকের সামনে আয়োজিত এই কর্মসূচিতে হামলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর উপজেলা মুখ্য সমন্বয়ক ও দলীয় সংসদ সদস্য প্রার্থী মোজাম্মেল হক, প্রভাষক মাসুম বিল্লাহসহ অন্তত তিনজন আহত হন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য শাহ নূরুল কবীর শাহীন এবং উপজেলা বিএনপির আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে মনোনীত ধানের শীষের প্রার্থী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের প্রস্তুতি চলাকালে হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত অংশগ্রহণকারীদের ওপর হামলা চালায়। এতে মোজাম্মেল হক গুরুতর আহত হন এবং তার বাম হাত ভেঙে যায়। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত মোজাম্মেল হক অভিযোগ করে বলেন, হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসাইনের নির্দেশে তার স্টাফদের সহায়তায় স্থানীয় দালালচক্র আমাদের ওপর হামলা চালায়। দুর্নীতির প্রতিবাদ করায় আমাদের ওপর এই নির্মম হামলা হয়েছে। একইভাবে হামলার শিকার ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজের প্রভাষক মাসুম বিল্লাহ বলেন, দুষ্কৃতকারীরা আমাকে মারধর ও লাঞ্ছিত করেছে। আমি স্পষ্টভাবে বলছি, এ ঘটনায় স্বাস্থ্য কর্মকর্তার প্রত্যক্ষ মদদ রয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।
স্থানীয় সচেতন নাগরিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে দালালচক্রের প্রভাব, ওষুধ সরবরাহে অনিয়ম এবং রোগীদের কাছ থেকে অর্থ আদায় চলছে। এসব অনিয়মের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগেই এই মানববন্ধনের আয়োজন করা হয়েছিল, যা শেষে হামলার ঘটনায় রূপ নেয়।
অভিযোগের বিষয়ে জানতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসাইনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনে সাড়া দেননি।
এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য শাহ নূরুল কবীর শাহীন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি পোস্ট দেন । এই পোস্টে তিনি জানান, ‘‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ আন্দোলনের যোদ্ধা, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার প্রধান সমন্বয়ক মো. মোজাম্মেল হকসহ সকল নেতৃবৃন্দের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সেই সাথে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’’
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে প্রাথমিকভাবে মনোনীত ধানের শীষ প্রার্থী এবং ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুল্লাহেল মাজেদ বাবু। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন তিনি।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, মানববন্ধনের সময় হামলার ঘটনা ঘটেছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রফিকুল ইসলাম রবি নামে একজনকে আটক করা হয়েছে। তদন্ত চলছে, মামলার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।