December 1, 2025, 11:36 pm
সর্বশেষ সংবাদ:
দেশের বেশির ভাগ মানুষ ইউনূস সরকারের কার্যক্রমে সন্তুষ্ট: মার্কিন পর্যবেক্ষক সংস্থা আইআরআই খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করলেন নরেন্দ্র মোদি ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তি করায় আবুল সরকারের ফাঁসির দাবিতে বিক্ষোভ সম্মিলিত ইসলামী ব্যাংক বাজেট থেকে ২০ হাজার কোটি টাকা ছাড় করল সরকার বিপিএল নিয়ে নতুন তথ্য দিল বিসিবি নগরজুড়ে আতঙ্ক, চট্টগ্রামে ফের মাথাচাড়া দিচ্ছে অপরাধীরা নভেম্বরে এলো ৩৫ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স ইসরায়েল না মানলেও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান একমাত্র পথ: পোপ লিও খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে সরকারের প্রজ্ঞাপন বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, একদিনেই ৪ লাখ টাকা জরিমানা আদায়

সাভার ও আশুলিয়ায় পুলিশের অভিযানে ৩৯ জন আওয়ামী লীগের নেতাকর্মী আটক

Reporter Name
  • Update Time : Thursday, November 13, 2025
  • 33 Time View

ঢাকা জেলার সাভার ও আশুলিয়া এলাকায় পুলিশের টানা অভিযানে ৩৯ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর থেকে শুরু হওয়া এ অভিযান অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানা কর্মকর্তারা।

জানা গেছে, আওয়ামী লীগ ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা রোধে এ অভিযান পরিচালিত হয়। এর মধ্যে সাভার মডেল থানা পুলিশ ২৮ জনকে এবং আশুলিয়া থানা পুলিশ ১১ জনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাশকতা সংক্রান্ত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া বলেন, গতকাল রাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে মোট ২৮ জনকে আটক করেছি। তাদের সবাই আওয়ামী লীগের বিভিন্ন স্তরের সক্রিয় কর্মী। আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

অন্যদিকে আশুলিয়া থানার ওসি মো. আব্দুল হান্নান জানান, নাশকতা প্রতিরোধে নিয়মিত চেকপোস্ট ও অভিযান চালানো হচ্ছে। এ অভিযানে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

এদিকে সম্ভাব্য সহিংসতা ঠেকাতে আমিনবাজার, নবীনগর, বাইপাইলসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি গোয়েন্দা শাখাও তৎপর রয়েছে। ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে ঢাকামুখী যানবাহনে তল্লাশি চলছে, সন্দেহভাজন যাত্রীদের পরিচয় যাচাই করছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আরাফাতুল ইসলাম বলেন, চেকপোস্ট কার্যক্রম নিয়মিতভাবে চলছে। মোবাইল টিমও মাঠে রয়েছে। সাদা পোশাকের পুলিশও দায়িত্ব পালন করছে। নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি।

পুলিশের পাশাপাশি যৌথবাহিনীর টহলও বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার রাতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে টহল দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

অন্যদিকে সহিংসতা প্রতিরোধে মাঠে থাকার ঘোষণা দিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাতে বিক্ষোভ মিছিল করেছেন। জামায়াতে ইসলামী ও শিবিরসহ আরও কিছু রাজনৈতিক সংগঠন ঢাকা-আরিচা মহাসড়ক ও নবীনগর-বাইপাইল সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে আছে, তবে সতর্ক অবস্থান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com