December 1, 2025, 6:03 pm
সর্বশেষ সংবাদ:
ব্যর্থ হলে ইন্টেরিম সরকারকে ইতিহাস ক্ষমা করবে না : মামুনুল হক তারেক রহমানকে দেশে আনার জন্য সর্বোচ্চ সহযোগিতা করা হবে: আসিফ নজরুল আমার মাথায় কোনো সমস্যা নেই: ডোনাল্ড ট্রাম্প দেশে নির্বাচন হচ্ছে বলে মনে হয় না:রুমিন ফারহানা সৌদিতে ৩৫ দেশের নারী খেলোয়াড়দের নিয়ে টি-টোয়েন্টি ভারতের স্বার্থ রক্ষা ও ক্ষমতা দীর্ঘ করতে পিলখানার হত্যাকাণ্ড ঘটান হাসিনা-রাকিন আহমেদ ভূঁইয়া সেন্ট মার্টিন থেকে আসার পথে স্পিডবোট ডুবে মা-মেয়ের মৃত্যু খালেদা জিয়া ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’ চলে গেছেন: আজম খান দ্বিতীয় বিয়ের খবর দিলেন সামান্থা বাংলাদেশকে এখনও বন্ধু বলতেই পছন্দ করি: ভারতের নৌবাহিনী প্রধান

ঐশীর সঙ্গে ছবি পোস্ট করে শুভ বললেন, ‘তোরে এত ভালোবাসি, আর বলব কতবার’

Reporter Name
  • Update Time : Wednesday, November 26, 2025
  • 14 Time View

চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী ও নায়ক আরিফিন শুভ দুজনেই ব্যক্তিজীবনে স্বভাবতই আড়ালপ্রিয়। কাজ ছাড়া তাদের একসঙ্গে দেখা যায় খুবই কম। সামাজিক যোগাযোগমাধ্যমেও তারা দুজনেই সীমিত উপস্থিতি বজায় রাখেন। তবে হঠাৎ করেই এবার ভিন্নভাবে ফেসবুকে পোস্টের ছবিতে ধরা দিলেন নায়ক আরিফিন শুভ ও নায়িকা জান্নাতুল ঐশী। তাদের রোমান্টিক ছবি ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যম ও চলচ্চিত্র–সংশ্লিষ্ট গ্রুপগুলোতে শুরু হয়েছে নানা জল্পনাকল্পনা। এর কারণ, আরিফিন শুভ ছবি পোস্ট করে লিখেছেন, ‘তোরে এত ভালোবাসি, আর বলব কতবার।’ ঐশী লিখেছেন, ‘যদি হারাস একটিবার, মরে যাব শতবার।’

ছবিগুলো ঘিরে ভক্তদের নানা রকম মন্তব্য। কেউ লিখেছেন, ‘প্রকৃত ভালোবাসা হলেও পাশে আছি।’ লিমন লিখেছেন, ‘এই দুইজনার সঙ্গে দুজন পারফেক্ট।’ আরমান লিখেছেন, ‘বাস্তবে ঐশীর নূর হয়ে গেলেন?’ একসঙ্গে তাঁদের ছবিটি দেখে ভক্তদের মধ্যে শুরু হয়েছে গুঞ্জন। কেউ কেউ বলছেন, তাঁরা কি প্রেম করছেন। যে গুঞ্জন এর আগে একবার উঠেছিল।

আরিফিন শুভ ও ঐশী ‘মিশন এক্সট্রিম’, ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’ ও ‘নূর’ সিনেমায় অভিনয় করেছেন। একসঙ্গে অভিনয় থেকেই তাঁদের মধ্যে ভালো সম্পর্ক। এ নিয়ে একাধিক সাক্ষাৎকারে দুই তারকা জানিয়েছিলেন, তাঁদের মধ্যে ভালো বন্ধুত্ব। শুভও বিভিন্ন সময় বলেছেন, তিনি ঐশীকে স্নেহ করেন। আবার শুভকে অভিভাবক মানেন ঐশী। এর বাইরে তাঁদের মধ্যে প্রেম বা অন্য কোনো সম্পর্ক রয়েছে কি না, সেটা কখনোই কোনো ঘটনায় প্রকাশ্যে আসেনি।

এদিকে গতকাল সোমবার সন্ধ্যায় জানা যায়, দীর্ঘ তিন বছর পর অবশেষে সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে সনদ পেয়েছে ‘নূর’ সিনেমা। সিনেমা হলের জন্য নির্মিত হলেও এটি এখন মুক্তি পাবে ওটিটিতে। সেভাবেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সিনেমার প্রচারণার জন্যই সরব হয়েছেন এই তারকা জুটি। তাদের পোস্ট করা ছবিগুলো ‘নূর’ সিনেমার।

‘নূর’ পরিচালনা করেছেন রায়হান রাফী। সিনেমাটি প্রথম দিকে প্রযোজনায় ছিল শাপলা মিডিয়া। একটি সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুন মাসে ছবিটি কিনে নেয় প্রযোজনা প্রতিষ্ঠান কোয়াইট অ্যান্ড সেট নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান। দীর্ঘদিনের এই সিনেমা নিয়ে পরিচালক রাফী মুক্তি প্রসঙ্গে বলেন, ‘অনেক দিন আগের ছবি। দেখার পর মনে হয়েছে, এটা ওটিটিতে মুক্তি পেলে ভালো হয়। ওটিটি দর্শকের জন্য একটা ভালো অভিজ্ঞতা হবে।’ শুটিংয়ের আগে কেন মনে হয়েছিল প্রেক্ষাগৃহে মুক্তি দেবেন, এমন প্রশ্নে পরিচালকের বক্তব্য, ‘তখন মনে হয়েছিল, এখন মনে হয়নি—এর বাইরে কোনো যুক্তি নেই।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com