স্পোর্টস ডেস্ক:
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে জায়গা পাওয়া না পাওয়া নিয়ে বেশ আলোচনায় আছেন রোহিত শর্মা-বিরাট কোহলি। গতকালের পারফরম্যান্স দিয়ে আলোচনাটা আরো জোরালো করেছেন তারা।
রোহিতের ফিফটির বিপরীতে সেঞ্চুরি হাঁকিয়েছেন কোহলি। তাদের এমন পারফরম্যান্সের পর কৃষ্ণমাচারি শ্রীকান্ত জানিয়েছেন, ওয়ানডে বিশ্বকাপের জায়গা তারা পাকা করেছে।
দুজনকে নিয়ে আর কোনো প্রশ্নই ওঠা ঠিক নয়। সাবেক নির্বাচক শ্রীকান্ত বলেছেন, ‘২০২৭ বিশ্বকাপের জায়গা তারা ইতিমধ্যে নিশ্চিত করেছে। ব্যাটিং পজিশনের এক এবং তিন তারা খেলবে। তাদের ছাড়া আমরা জিততে পারব না।
’
রোহিত-কোহলিকে ছাড়া বিশ্বকাপের পরিকল্পনা কাজ করবে না বলে মনে করেন শ্রীকান্ত। সাবেক ব্যাটার বলেছেন, ‘কোহলি-রোহিত অন্য লেভেলের ব্যাটিং করেছে। তাদের ছাড়া ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা কাজ করবে না। রোহিত-কোহলি দুজনকেই আপনার প্রয়োজন।
এখানে আর কোনো প্রশ্ন নয়।’
রোহিত-কোহলি একসঙ্গে ২০ ওভার খেললে প্রতিপক্ষের জন্য ম্যাচ ধরাছোঁয়ার বাইরে যাবে বলে মনে করেন শ্রীকান্ত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকাল তাদের ১৩৬ রানের জুটি ভাঙার সময় ২১.২ ওভারে ভারত ১৬১ রান তোলে। জুটি গড়ার ম্যাচে কোহলি ৫২তম সেঞ্চুরির ইনিংসটি খেলেছেন ১৩৫ রানের। বিপরীতে ৫৭ রানের ইনিংস খেলেন রোহিত।
তাদের সেই জুটিতেই ভারত ম্যাচ জিতিয়েছে মনে করে তিনি বলেছেন, ‘রোহিত-কোহলি যদি একসঙ্গে ২০ ওভার খেলে তাহলে প্রতিপক্ষের জয়ের আশা শেষ। আজ (গতকাল) সেটাই ঘটেছে। তারা দুর্দান্ত ব্যাটিং করেছে। হ্যাঁ, দক্ষিণ আফ্রিকা দারুণ কামব্যাক করেছিল। কিন্তু দুজনের জুটি তাদের শেষ করে দিয়েছে।’