December 2, 2025, 2:47 am
সর্বশেষ সংবাদ:
সরকার কড়াইলের বাসিন্দাদের নাগরিক অধিকারের তোয়াক্কা করছে না : সাকি কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত ভিআইপি বেগম খালেদা জিয়ার বিশেষ নিরাপত্তায় থাকছে এসএসএফ! বার্ষিক পরীক্ষায় ব্যাঘাত ঘটলে কর্মবিরতিতে থাকা শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে ঢাকায় আবারও ভূকম্পন অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার বাংলাদেশ থেকে পাঠানো হল দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ১৮ জন জাপানি সৈনিকের দেহাবশেষ ৫ মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৩ বিলিয়ন ডলার শিল্পকলায় শুরু হলো মাসব্যাপী যাত্রাপালা প্রদর্শনী বিডিআর হত্যাকাণ্ডে সাক্ষ্য দিতে গেলে হুমকি আসে: ডা. বুশরা

শিল্পকলায় শুরু হলো মাসব্যাপী যাত্রাপালা প্রদর্শনী

Reporter Name
  • Update Time : Tuesday, December 2, 2025
  • 19 Time View

বিজয়ের মাস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হলো যাত্রাপালা প্রদর্শনীসোমবার (১ ডিসেম্বর) একাডেমির জাতীয় নাট্যশালার মূল ফটকে মাসব্যাপীপ্রদর্শনীর উদ্বোধন হয়বিজয়ের মাসজুড়ে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শিল্পকলার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এ যাত্রাপালা প্রদর্শনী চলবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নিতে আসা ৩১টি দল আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩১টি যাত্রাপালা মঞ্চস্থ করবে।

আয়োজনের উদ্বোধনী দিনে গতকাল প্রদর্শিত হয় ‘মৃত্যুর চোখে জল’ যাত্রাপালা। এটি মঞ্চায়ন করে খুলনার পাইকগাছার ‘সূর্যতরুণ নাট্য সংস্থা’। পালাটির পালাকার দেবেন্দ্রনাথ। পরিচালনায় ছিলেন প্রণব মন্ডল।

যাত্রাদলের মালিক গোপাল বৈরাগী।

যাত্রাপালার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রনব মন্ডল, নীপা রানী, দেবব্রত বাইন, সুকুমার সর্দার, স্বপন কুমার মন্ডল, বিশ্বজিৎ বিশ্বাস, সুকুমার বিশ্বাস, উজ্জ্বল রায়, রিপন মিস্ত্রি, ব্রজেন বালা, রমেশ সানা, লিজা আক্তার, সবিতা রানী, সঞ্চিতা রানী প্রমুখ।

এর আগে বিকাল ৫টায় জাতীয় নাট্যশালার মূল ফটকে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান।

মফিদুর রহমান বলেন, ‘বাংলাদেশে বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ ও গোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি রয়েছে। আমরা যখন কোনো অনুষ্ঠান করি, সংশ্লিষ্ট সম্প্রদায়কে যুক্ত করি। আমরা একটা অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতির মধ্য দিয়ে এদেশে বসবাস করতে চাই।’

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। তিনি বলেন, ‘হাজার বছরের ঐতিহ্যে লালিত যাত্রাশিল্পে শুধু বিনোদন নয়, একটা শিক্ষা থাকে।

যাত্রায় রাজা, নায়ক কিংবা মূল চরিত্র যখন কোনো ভুল পথে পরিচালিত হয় তখনই হঠাৎ করে একজন মানুষের আবির্ভাব হয়, যার নাম বিবেকবিবেকের গানে রাজা বা নায়ক তার ভুল বুঝতে পারে এবং সে সৎ পথে ফিরে আসেসামাজিক অনাচার, দুর্বৃত্তায়ন, সামাজিক বৈষম্য, মাদকাসক্তির বিরুদ্ধে দাঁড়ানোর জন্য যাত্রাশিল্প একটা অনেক বড় জায়গা দখল করে আছে।’

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী, বাংলাদেশ যাত্রাশিল্প সমিতির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন।

বিজ্ঞপ্তিতে শিল্পকলা একাডেমী জানিয়েছে, আজ মঙ্গলবার নরসিংদীর শিবপুরের নিউ জহুরা অপেরা মঞ্চায়ন করবে যাত্রাপালা ‘কাশেম মালার প্রেম’। যাত্রাপালাটির পালাকার শামসুল হক এবং পরিচালক মোস্তাফিজুর রহমান।

যাত্রাপালা প্রদর্শনীর টিকিটের মূল্য রাখা হয়েছে ১০০ টাকা। প্রদর্শনীর টিকিট বিক্রি হতে প্রাপ্ত অর্থ সংশ্লিষ্ট যাত্রাদলকে প্রদান করা হবে। এ ছাড়াও প্রতিদিন বিকেল ৫টা থেকে জাতীয় নাট্যশালার উন্মুক্ত প্রাঙ্গণে থাকছে দেশাত্মবোধক যাত্রাগানের কনসার্ট। প্রতিদিনের প্রদর্শিত যাত্রাপালাগুলো বিচারকদের মাধ্যমে মূল্যায়ন করা হবে বলেও জানিয়েছে শিল্পকলা একাডেমি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com