December 2, 2025, 2:09 pm
সর্বশেষ সংবাদ:
চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে চীন, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা, পাবেন এসএসএফ নিরাপত্তা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ আইপিএলে মোস্তাফিজের ভিত্তিমূল্য ২ কোটি, সাকিবের ১ কোটি আগামী নির্বাচনে বিএনপি ৩০% ভোট পাবে, জামায়াত ২৬% খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা নরেন্দ্র মোদির- ধন্যবাদ জানালো বিএনপি ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূকম্পন অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার খালেদা জিয়ার বিকৃত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগ, সতর্ক থাকার আহ্বান বিএনপির সরকার কড়াইলের বাসিন্দাদের নাগরিক অধিকারের তোয়াক্কা করছে না : সাকি

আইপিএলে মোস্তাফিজের ভিত্তিমূল্য ২ কোটি, সাকিবের ১ কোটি

Reporter Name
  • Update Time : Tuesday, December 2, 2025
  • 15 Time View

স্পোর্টস ডেস্ক:
আইপিএলের আসন্ন মিনি নিলামে এবার নজিরবিহীন সাড়া মিলেছে। এক হাজারেরও বেশি ক্রিকেটার নিজেদের নাম জমা দিয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ দুই কোটি রুপি ভিত্তিমূল্যের তালিকায় আছেন ৪৫ জন খেলোয়াড়। বাংলাদেশ থেকে সেই তালিকায় জায়গা হয়েছে পেসার মোস্তাফিজুর রহমানের। অন্যদিকে, অলরাউন্ডার সাকিব আল হাসানের ভিত্তি মূল্য ধরা হয়েছে এক কোটি রুপি।

ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, ৩০ নভেম্বর নিবন্ধনের সময়সীমা শেষ হওয়ার পর মোট ১,৩৫৫ জন খেলোয়াড়ের তালিকা ফ্র্যাঞ্চাইজিগুলোর হাতে পৌঁছে দেয় আইপিএল কর্তৃপক্ষ। এবার প্রতিটি দল সর্বোচ্চ ২৫ জন খেলোয়াড় নিয়ে স্কোয়াড গঠন করতে পারবে। মিনি নিলামে অংশ নেওয়া ১০টি দলে মোট ৭৭টি শূন্যস্থান রয়েছে, যার মধ্যে ৩১টি বিদেশিদের জন্য।

ফ্র্যাঞ্চাইজিগুলো প্রথমে নিজেদের পছন্দের খেলোয়াড়দের নাম পাঠাবে। সেই তালিকা যাচাই-বাছাই করে চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকা তৈরি করবে আইপিএল কর্তৃপক্ষ। দলগুলোর সংক্ষিপ্ত তালিকা পাঠানোর শেষ তারিখ ৫ ডিসেম্বর। আর এবারের মিনি নিলাম অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর, আবু ধাবিতে।

সর্বোচ্চ ভিত্তি মূল্যের তালিকায় ভারতের খেলোয়াড় খুব কম—মাত্র দুজন, ভেঙ্কটেশ আইয়ার ও রবি বিষ্ণোই। বাকি ৪৩ জনই বিদেশি। এবার ১৪টি দেশ থেকে ক্রিকেটাররা নিজেদের নাম নিবন্ধিত করেছেন। প্রচলিত টেস্ট-খেলুড়ে দেশগুলো ছাড়াও রয়েছে মালয়েশিয়া। দেশটির তারকা বীরানদীপ সিং, যিনি সম্প্রতি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে ৩ হাজার রান ও ১০০ উইকেটের কীর্তি ছুঁয়েছেন, তিনিও আছেন নিবন্ধিতদের তালিকায়।

অন্যদিকে এবারের নিলামে সবচেয়ে আলোচিত নাম হতে পারেন অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। গত মৌসুমে চোটের কারণে তিনি মেগা নিলামে অংশ নেননি। এবার তাকে দলে নিতে আগ্রহী হতে পারে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। দুটি দলেরই বাজেট বেশি এবং বিদেশি খেলোয়াড়ের জায়গা খালি রয়েছে। আন্দ্রে রাসেলের অবসরের পর গ্রিনকে দিয়ে তার জায়গা পূরণের পরিকল্পনাও থাকতে পারে কলকাতার।

তবে গুরুত্বপূর্ণ অনুপস্থিতির তালিকায় আছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। এবার মিনি নিলামে নাম তোলেননি তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com