অনলাইন ডেস্ক:
বর্তমানে উচ্চশিক্ষার জন্য চীন বিশ্বের অন্যতম জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এটি একটি স্বপ্নের দেশ, যেখানে তুলনামূলকভাবে সহজেই ফুল-ফ্রি স্কলারশিপ পাওয়া সম্ভব। সাংস্কৃতিকভাবে বাংলাদেশ ও চীনের মধ্যে গভীর মিল থাকায় শিক্ষার্থীরা সহজেই মানিয়ে নিতে পারেন। পাশাপাশি অন্যান্য দেশের তুলনায় চীনে ব্যাংক স্টেটমেন্টের শর্তও অনেক সহজ।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে চীনের অ্যালায়েন্স অব ইন্টারন্যাশনাল সায়েন্স অর্গানাইজেশনস (এএনএসও) স্কলারশিপ। এই স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা চীনের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়না (USTC) এবং ইউনিভার্সিটি অব চায়নিজ একাডেমি অব সায়েন্সেস (UCAS)-এ স্নাতকোত্তর বা পিএইচডি ডিগ্রি সম্পন্ন করার সুযোগ পাবেন। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ জানুয়ারি ২০২৬।
সুযোগ-সুবিধা
*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে;
*মাসিক উপবৃত্তি প্রদান করবে। স্নাতকোত্তরে প্রতি মাসে ৩,০০০ ইউয়ান এবং পিএইচডিতে প্রতি মাসে ৬,০০০–৭,০০০ ইউয়ান;
*বিমানভাড়া ও স্বাস্থ্য বিমা প্রদান করবে;
আরও পড়ুন: ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর করুন ইউরোপে, মাসিক উপবৃত্তিসহ থাকছে যেসব সুবিধা
আবেদনের যোগ্যতা
*আবেদনকারী চীনা নাগরিক হতে পারবেন না—বৈধ বিদেশি পাসপোর্ট থাকতে হবে;
*ইংরেজি বা চীনা ভাষায় দক্ষতা থাকতে হবে;
*স্নাতকোত্তরের জন্য জন্ম ১ জানুয়ারি ১৯৯৬ বা পরবর্তীতে হতে হবে;
*পিএইচডির জন্য জন্ম ১ জানুয়ারি ১৯৯১ বা পরবর্তী হতে হবে;
*স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*USTC বা UCAS–এর আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির শর্ত পূরণ করতে হবে;
*বৃত্তিকালীন সময়ে অন্য কোনো চাকরি বা কাজ করা যাবে না;
*USTC ও UCAS–এ একসঙ্গে দু’জায়গায় আবেদন করা যাবে না—একবারে একটি ইনস্টিটিউটে আবেদন করতে হবে;
আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ কানাডায়, থাকছে যেসব সুবিধা
আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ জানুয়ারি ২০২৬।