January 30, 2026, 2:17 am
সর্বশেষ সংবাদ:
নামাজের সময়সূচি: ৩০ জানুয়ারি ২০২৬ শেরপুরে নির্বাচনী সহিংসতায় জামায়াত নেতার মৃত্যু, ছেলের মৃত্যুতে নির্বাক বাবা তারেক জ্বরে কাঁপছে দেশ, তারেক ম্যাজিকে ভাসছে দেশ : প্রিন্স ইমরান খান পুরোপুরি সুস্থ আছেন: পাকিস্তানের তথ্যমন্ত্রী পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা আমার সামনে এত তাফালিং করে লাভ নেই, ভোটের দিন দেখাতে হবে : তারেক রহমান সালাউদ্দিন আলমগীরের পক্ষে প্রচারণায় নামলেন কাদের সিদ্দিকী মাত্র ২৭ বছর বয়সে না ফেরার দেশে কোরিয়ান গায়িকা নতুন কোন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি: নাহিদ ইসলাম ভারত-পাকিস্তান ম্যাচ কেন্দ্র করে এলিট বাহিনী মোতায়েন

বহু রাষ্ট্রের সহায়তায় গাজায় গণহত্যা চালিয়েছে ইসরাইল: জাতিসংঘ বিশেষ দূত

Reporter Name
  • Update Time : Wednesday, December 10, 2025
  • 101 Time View

আন্তর্জাতিক ডেস্ক:
দুবছরেরও বেশি সময় ধরে গাজায় বর্বর আগ্রাসন চালাচ্ছে ইসরাইল। ইসরাইলের স্থল ও আকাশপথের হামলায় এ পর্যন্ত নিহত হয়েছে ৭০ হাজার ফিলিস্তিনি। যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। গাজার এই বর্বরতার পেছনে দায়ী অনেক রাষ্ট্র। তাদের সহযোগিতায় গাজায় গণহত্যা চালিয়েছে ইসরাইল। এমনটাই বলেছেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজ। সোমবার সামাজিকমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘দোহা ফোরামে আমি ইসরাইলি গণহত্যার বর্বরতার নিন্দা করেছি, যা অনেক রাষ্ট্রের সহযোগিতায় পরিচালিত হয়েছে।’

এ সময় তিনি এ গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, যেসব রাষ্ট্র বহুপাক্ষিকতার অবশিষ্টাংশ ধরে রাখতে চায়, তাদের দ্রুত নতুন জোট গড়ে তুলতে হবে। একইসঙ্গে নিপীড়নকারীদের কোণঠাসা করতে সত্যিকার অর্থেই ঐক্যবদ্ধ জোট হিসেবে দাঁড়াতে হবে।

‘গাজা গণহত্যা : একটি সম্মিলিত অপরাধ’ নামে গত অক্টোবর মাসে প্রতিবেদন প্রকাশ করেন ফ্রান্সেসকা। সেখানে বলা হয়, ‘তৃতীয় রাষ্ট্রগুলো’ গাজায় ইসরাইলি কর্মকাণ্ডে সরাসরি সমর্থন দিয়েছে। শুধু তা-ই নয়, বস্তুগত সহায়তা, কূটনৈতিক সুরক্ষা এবং কিছু ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ ছিল তাদের।

এই যুদ্ধে হতাহতের পাশাপাশি গাজা ভূখণ্ডকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। সে সঙ্গে বাস্তুচ্যুত করেছে লাখো বাসিন্দাকে।

এদিকে, গাজায় গণহত্যা চালানোর জন্য ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা। সেই মামলায় অভিযুক্ত হয় ইসরাইল। যদিও চলতি বছরের ১০ অক্টোবর তিন দেশের মধ্যস্থতায় যুদ্ধবিরতি শুরু হয় গাজায়। কিন্তু সেই চুক্তি মূলত কাগজে-কলমেই রয়ে গেছে। কারণ, যুদ্ধবিরতি লংঘন করে প্রতিদিনই সেখানে হামলা চালাচ্ছে ইসরাইল। ফলে প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। যুদ্ধবিরতির প্রথম ৫০ দিনের পুরোটা সময়জুড়ে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। এসব হামলায় নিহত হয়েছেন ৩৫৭ ফিলিস্তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com