December 14, 2025, 10:40 am

গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে ২ ‘হাতবোমা’ বিস্ফোরণ

Reporter Name
  • Update Time : Saturday, December 13, 2025
  • 20 Time View

গোপালগঞ্জে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে দুইটি হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনের সড়কে পরপর দুটি হাত বোমা নিক্ষেপ করা হয়।

এ ঘটনার পর আজ শুক্রবার রাত ১১টার দিকে গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের কাছে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাত ৯টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের গেটের সামনের রাস্তার ওপর পরপর দুটি হাতবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় প্রচণ্ড শব্দে হাত বোমা দুটি বিস্ফোরিত হয়। ওই এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয়। তারপর সেখান থেকে পুলিশ আলামত সংগ্রহ করে। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে পটকার মতো দেখতে বস্তু নিক্ষেপকারী ব্যক্তিদের শনাক্তকরণের কাজ চলমান রয়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. সারোয়ার হোসেন বলেছেন, বিস্ফোরিত হাতবোমায় স্প্রিন্টার ছিল না। সেখানে গানপাউডারের উপস্থিতি ছিল। তাই বিস্ফোরণের সময় প্রচণ্ড শব্দ হয়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। ঘটনার পর সেনাবাহিনীর সমন্বয়ে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com