আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ শুক্রবার এক্সের মালিক ইলন মাস্কের কাছে প্রকাশ্যে একটি আবেদন জানিয়েছেন।
তার অভিযোগ, ইমরান খানের বর্তমান পরিস্থিতি নিয়ে জেমিমা যে পোস্টগুলো করছেন, সেগুলো প্ল্যাটফর্মটিতে দমিয়ে রাখা হচ্ছে বা ইচ্ছাকৃতভাবে মানুষের কাছে পৌঁছাতে দেওয়া হচ্ছে না।
জেমাইমা গোল্ডস্মিথ অভিযোগ করেছেন, ইমরান খানের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি যে পোস্টগুলো করছেন, সেগুলো এক্সে সাধারণ ব্যবহারকারীদের কাছে ঠিকভাবে পৌঁছাচ্ছে না। তার দাবি, পাকিস্তানি কর্তৃপক্ষের হাতে ইমরান খানের আচরণ ও চলমান আইনি লড়াই নিয়ে দেওয়া তার আপডেটগুলো প্ল্যাটফর্মে কার্যত সীমিত করে রাখা হচ্ছে।
তিনি এক্সে ওই পোস্টে বলেন, “আমার দুই ছেলেকে তাদের বাবা ইমরান খানের সঙ্গে দেখা করতে বা কথা বলতে দেওয়া হয়নি। তিনি বেআইনিভাবে (জাতিসংঘের মতে) ২২ মাস ধরে নির্জন কারাবাসে বন্দি। এক্স (সাবে টুইটার) হলো একমাত্র জায়গা, যেখানে তিনি বিশ্ববাসীকে জানাতে পারেন যে পিটিআই নেতা ইমরান খান একজন ‘রাজনৈতিক বন্দি’। তিনি মৌলিক মানবাধিকার থেকেও বঞ্চিত।
”
তিনি আরো বলেন, “পাকিস্তানের ভেতরে এবং আন্তর্জাতিক পর্যায়ে আমার পোস্টগুলোর পৌঁছানোর ক্ষমতা প্রায় শূন্যে নামিয়ে আনা হয়েছে। আপনি বাকস্বাধীনতার প্রতিশ্রুতি দিয়েছিলেন—‘কথা বলার স্বাধীনতা, কিন্তু কেউ শুনবে না’ এমন কিছুর নয়। অনুগ্রহ করে আমার অ্যাকাউন্টে যে ভিজিবিলিটি ফিল্টারিং করা হচ্ছে, তা ঠিক করে দিন—যাতে আমরা বার্তাটি সবার কাছে পৌঁছে দিতে পারি।”