January 30, 2026, 9:11 am
সর্বশেষ সংবাদ:

কোহলির নতুন ‘বিশ্ব রেকর্ড’

Reporter Name
  • Update Time : Friday, December 26, 2025
  • 89 Time View

ওয়ানডে বিশ্বকাপের জন্য নিজেকে প্রমাণ করার মঞ্চ হিসেবে বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। পূর্বের ম্যাচে সেঞ্চুরি করার পর, দ্বিতীয় ম্যাচেও ফিফটি করেছেন তিনি। বেঙ্গালুরুতে গুজরাটের বিপক্ষে আরও একটি আক্রমণাত্মক ইনিংস খেলে বিশ্ব রেকর্ড গড়েছেন দিল্লির এই তারকা ব্যাটার।

৬১ বলে ১৩টি চার এবং ১টি ছক্কায় ৭৭ রান করেছেন কোহলি। তার দল ৯ উইকেটে ২৫৪ রান সংগ্রহ করেছে। এরপর গুজরাটকে ২৪৭ রানে অলআউট করতে দুটি ক্যাচ নিয়ে ম্যাচসেরা হয়েছেন কোহলি, যিনি আগের ম্যাচে দ্রুততম ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন।

এই দিন সত্তরের ওপরে রান করে লিস্ট এ ক্রিকেট ইতিহাসে অন্তত ৫ হাজার রান করা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ গড়ের রেকর্ড গড়েছেন কোহলি। মাইকেল বেভান, যিনি দীর্ঘদিন ধরে এই রেকর্ড ধরে রেখেছিলেন, তাকে পিছনে ফেলে দিয়েছেন কোহলি। বেভান শীর্ষে ছিলেন ৫৭.৮৬ গড় নিয়ে, আর কোহলির গড় এখন ৫৭.৮৭।

কোহলি ও বেভানের পর সেরা পাঁচে আছেন ইংল্যান্ডের স্যাম হাইন (৫৭.৭৬), ভারতের চেতেশ্বর পুজারা (৫৭.০১), রুতুরাজ গায়কোয়াড় (৫৬.৬৮), পাকিস্তানের বাবর আজম (৫৩.৮২), এবং দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স (৫৩.৪৬)।

১৫ বছর পর বিজয় হাজারে ট্রফিতে ফিরে, আন্ধ্রার বিপক্ষে ১৩১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন কোহলি। সবচেয়ে কম ৩৩০ ইনিংসে ১৬ হাজার রান করা ব্যাটার হিসেবে নতুন রেকর্ড গড়েন কোহলি, যেখানে শচীন টেন্ডুলকর এই মাইলফলক পৌঁছাতে খেলেছিলেন ৩৯১ ইনিংস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com