চট্টগ্রামের লোহাগাড়ায় নারী, শিশু ও পুরুষসহ ৪৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জব্দ করা হয়েছে।
শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঠাকুরদিঘী ও উজিরভিটা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লোহাগাড়া আর্মি ক্যাম্প ও পুটিবিলা আর্মি ক্যাম্পের সদস্যরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঠাকুরদিঘী এলাকায় তল্লাশি চালিয়ে ৩৯ জন রোহিঙ্গাকে আটক করা হয়। এছাড়া পৃথক আরেকটি অভিযানে আরও ৬ জন রোহিঙ্গাকে আটক করা হয়। আটক ৪৫ জনকে লোহাগাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে অভিযানের সময় অবৈধভাবে বসবাসরত রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র সরবরাহকারী হিসেবে সন্দেহভাজন এক ব্যক্তির বাসভবনেও তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ওই বাসা থেকে বেশ কিছু সিম কার্ড, একাধিক জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং এফসিএন (FCN) কার্ডের ফটোকপি উদ্ধার করা হয়। তবে, অধিকতর তদন্তের জন্য তার নাম ও ঠিকানা গোপন রেখেছে থানা পুলিশ।
অভিযানের বিষয়ে লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে অবৈধভাবে বসবাসরত এসব রোহিঙ্গাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার জাহেদ হোসেন জানান, আটক ৪৫ জন রোহিঙ্গাকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়েও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।