নিজস্ব প্রতিবেদক, মোঃ মাইন উদ্দিন :
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের ৯ ওয়ার্ডে দিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠক ও কর্মীসভা করছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি- কিশোরগঞ্জ-৬ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোঃ শরীফুল আলম।
সালুয়া ইউনিয়নের ৯ ওয়ার্ডে গণসংযোগ, উঠান বৈঠক ও কর্মীসভাকে ঘিরে জনসাধারণের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করতে দেখা গেছে।
কর্মীসভার অংশ হিসেবে শনিবার (৩১ জানুয়ারী) বিকেল ৫ ঘটিকায় সালুয়া ইউনিয়নের মধ্য সালুয়া মোড়ের বাজারে মধ্য সালুয়া ৮নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠন কতৃক আয়োজিত এক কর্মীসভায় বক্তব্য রাখেন শরীফুল আলম।
মধ্য সালুয়া ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ কুদ্দুস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় শরীফুল আলম বলেন, কুলিয়ারচরের প্রতিটি গ্রাম, প্রতিটি ঘর আমার ঠিকানা। আমি আপনাদেরই সন্তান। আমি আপনাদের সুখ-দুঃখের অংশীদার হয়ে আপনাদের পাশে থাকতে চাই। আমার রাজনীতি ক্ষমতার রাজনীতি নয়, আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি। এ সময় তিনি ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বলেন, বিএনপি সরকার গঠন করলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড ও দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মকুফ করার প্রতিশ্রুতি দেন। দলীয় নেতাকর্মীদর উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ঐক্যবদ্ধ হয়ে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন এবং দলমত নির্বিশেষে প্রতিটি মানুষের ঘরে ঘরে ভোটের জন্য যাবেন।
দিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠক ও কর্মীসভা কর্মসূচিতে সঙ্গে ছিলেন কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ হান্নান ও যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ শাহ আলমসহ উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
স্থানীয়রা বলেন, দীর্ঘদিন পর এই প্রাণবন্ত রাজনৈতিক কর্মসূচি এলাকায় নতুন আশার সঞ্চার করেছে। এ সময় মধ্য সালুয়া ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ সাইফুল ইসলাম বলেন, জনসাধারণের ব্যাপক উপস্থিতিতে আমরা আশাবাদী, শরীফুল আলম ভাইয়ের ধানের শীষ প্রতীক এবার বিপুল ভোটে বিজয়ী হবেন।
মধ্য সালুয়া মোড়ের বাজারে কর্মীসভার আগে ও পরে সালুয়া ইউনিয়নের আরও ৮টি ওয়ার্ডের ৮টি কর্মীসভায় তিনি বক্তব্য রাখেন।
গণসংযোগ, উঠান বৈঠক ও কর্মীসভা কর্মসূচির মাধ্যমে সালুয়া ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সঞ্চার হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।