October 13, 2025
68d6b5daaafd7

দেশের ক্রিকেট পাড়ায় বেজে উঠেছে নির্বাচনের ডামাডোল। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। নির্বাচনকে ঘিরে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে বর্তমানে জাতীয় দলে খেলা ও পাইপলাইনে থাকা বেশ কয়েকজন ক্রিকেটারের ফেসবুক স্ট্যাটাসের স্ক্রিনশট। সবার স্ট্যাটাসই মোটামুটি এক রকম।

ক্রিকেটারদের এমন স্ট্যাটাস নিয়ে কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। আজ ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ক্রিকেটারদের এসব পোস্টকে বোর্ডের কোড অব কন্ট্রাক্ট ভঙ্গ হিসেবে দেখছেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, ‘আপনি পৃথিবীর কোথাও দেখবেন না কোনো ক্রিকেটার, বর্তমানে খেলা যাওয়া ক্রিকেটার বোর্ড ইলেকশন নিয়ে কথা বলছে। যেটা তার যে কন্ট্রাক্ট, সেখানকার সম্পূর্ণ ভায়োলেশন।’

ক্রিকেটারদের এই স্ট্যাটাসকে দলাদলি বলে মনে করেন আসিফ মাহমুদ। এ ধরনের কাজ করা দুঃখজনক বলে মনে করেন তিনি। যারা ক্রিকেটারদের দিয়ে এই ধরনের কাজ করান তাদের লজ্জা পাওয়া উচিত বলে মনে করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।

আসিফ মাহমুদ বলেন, ‘এই যে ক্রিকেটারদেরকে দিয়ে দলাদলি করানো, এটা আমরা ভক্ত হিসেবে দেখেছি দুই বছর আগে, পাঁচ বছর আগে, এখনও এটা হচ্ছে। এটা খুব দুঃখজনক এবং যারা এগুলো করাচ্ছেন, তাদের আসলে শেইম ফিল করা উচিত যে, আপনি একজন ক্রিকেটারকে এনে দলাদলি করাচ্ছেন। মানে এটা খুবই আমাদের জন্য দুঃখজনক।’

এর আগে দুর্নীতির অভিযোগ থাকায় আসন্ন বিসিবি নির্বাচনের খসরা কাউন্সিলর তালিকায় রাখা হয়নি ১৫টি ক্লাবকে। যদিও চূড়ান্ত তালিকায় ফিরেছে বাদ পড়া ১৫টি ক্লাব। তবে এর আগেই গত দুই দিনে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু নির্বাচনের দাবি জানান বেশ কয়েকজন ক্রিকেটার। এর মধ্যে রয়েছেন- সৌম্য সরকার, তাইজুল ইসলাম, মুমিনুল হক, ইরফান শুক্কুর ও মোহাম্মদ মিঠুন। তাদের ব্যক্তিগত ফেসবুক পেজে হুবহু একই লেখা পোস্ট করেছেন বিসিবি নির্বাচন নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *