
রাজধানীর মিরপুরের রূপনগরে শিয়ালবাড়ি এলাকায় পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। ডিএনএ পরীক্ষার পর তাদের মরদেহ হস্তান্তর করা হবে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মরদেহগুলো উদ্ধারের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে নিয়ে যায় ফায়ার সার্ভিস।
হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে তিনটি অ্যাম্বুলেন্সযোগে ১৬টি মরদেহ হাসপাতালে নিয়ে আসে ফায়ার সার্ভিস। এরমধ্যে ৯ জন পুরুষ। আর বাকি সাতজন নারী। তাদের বেশিরভাগেরই শরীর পুড়ে গেছে।
আরও পড়ুন: মিরপুরে আগুন নির্বাপণ হলেও পুরো শঙ্কা কাটেনি: ফায়ার সার্ভিসের ডিজি
আবাসিক সার্জন আরও জানান, আপাতত মরদেহগুলো হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বুধবার মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। রিপোর্ট অনুযায়ী পর্যায়ক্রমে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এদিন বেলা ১১টা ৪০ মিনিটের দিকে রূপনগরে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। একে একে যোগ দেয় ১২টি ইউনিট। এখন পর্যন্ত আগুনে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এদিকে, আগুনের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন তিন জন। তারা হলেন-মো সুরুজ (৩০), মো. মামুন (৩৫) এবং সোহেল।