October 15, 2025
19784c40a846324e0577c0d13648b1b82aba343a2e1a4754

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর মাদানী এভিনিউ ইউনাইটেড কলেজ অ্যান্ড হাসপাতালে তাকে ভর্তি করা হয়৷

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার দুপুরে নজরুল ইসলাম খানকে সিটি স্ক্যান করা হয়েছে। বুধবার আরও কয়েকটি পরীক্ষা শেষে বৃহস্পতিবার একটি অপারেশন করার কথা রয়েছে৷

পরিবার ও দলের পক্ষ থেকে নজরুল ইসলাম খানের সুস্থতায় দোয়া চাওয়া হয়েছে বলেও জানিয়েছেন শায়রুল কবির খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *