October 19, 2025
tbn24-20251018193623-2712-queens e-bike

১১৯-০৭ লিবার্টি অ্যাভিনিউর ভবনটির দ্বিতীয় তলার আগুন নেভাতে ছুটে যান নিউ ইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট-এফডিএনওয়াই ও ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস-ইএমএসের ৬০ জন কর্মী।

নিউ ইয়র্ক সিটির কুইন্সে ‘কিং ইলেকট্রনিক হাব’ নামের ই-বাইকের দোকানে শুক্রবার আগুনের ঘটনা ঘটেছে।

১১৯-০৭ লিবার্টি অ্যাভিনিউর ভবনটির দ্বিতীয় তলার আগুন নেভাতে ছুটে যান নিউ ইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট-এফডিএনওয়াই ও ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস-ইএমএসের ৬০ জন কর্মী।

আইউইটনেস নিউজ শনিবার জানায়, ইলেকট্রনিক পণ্যসামগ্রী বিক্রির দোকানটিতে আগুনের ঘটনা এটিই প্রথম নয়। ২০২৪ সালের ৮ জানুয়ারি একই জায়গায় লিথিয়াম-আয়ন ব্যাটারি সংশ্লিষ্ট আগুনের খবর জানায় এফডিএনআই।

নিরাপত্তা ভিডিও থেকে এফডিএনওয়াই জানতে পেরেছে, ই-বাইকের একটি সারিতে আগুন ধরে, যার ফলে অগ্নিস্ফুলিঙ্গ ও ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় দোকানটি।

এফডিএনওয়াই ২০২৪ সালের আগুনের বিষয়ে জানিয়েছিল, কুইন্সের ১১৯-০৭ লিবার্টি অ্যাভিনিউর দোকানটিতে লিথিয়াম-আয়ন ব্যাটারি থেকে আগুন ধরে।

দোকানটিতে দ্বিতীয়বারের মতো ধরা আগুন আগের চেয়ে বেশি ক্ষতি বয়ে আনে। শুক্রবার রাতে আহত এক ব্যক্তিকে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যায় ইএমএস।

ব্যবসা প্রতিষ্ঠানটিতে সর্বশেষ আগুনের কারণ জানা যায়নি। এ নিয়ে তদন্ত করছেন ফায়ার ডিপার্টমেন্ট কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *