
রবিবার বিকেল ৫ টার দিকে ১৪৯ নম্বর সড়কের ‘গ্র্যান্ড কনকোর্স স্টেশনে’ এ ঘটনা ঘটে।
ব্রঙ্কসে যাত্রীবাহী একটি চলন্ত সাবওয়ে ট্রেন থেকে হঠাৎ বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনায় যাত্রীদের আবারও প্লাটফর্মে ফেরত পাঠানো হয়েছে।
আইউইটনেস নিউজ জানায়, রবিবার বিকেল ৫ টার দিকে ১৪৯ নম্বর সড়কের ‘গ্র্যান্ড কনকোর্স স্টেশনে’ এ ঘটনা ঘটে। ওই সময় দক্ষিণ অভিমুখী ৪ নম্বর ট্রেনটি থেকে তিন ও চার নম্বর বগি দুটি হঠাৎ ছিটকে পড়ে।
পরে একটি উদ্ধারকারী ট্রেনের মাধ্যমে ভুক্তভোগী যাত্রীদের প্লাটফর্মে ফেরত পাঠানো হয়।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করতেছে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি-এমটিএ কর্তৃপক্ষ।
তবে আকস্মিক বগি আলাদা হয়ে যাওয়ায় যাত্রীদের মনে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আইউইটনেস নিউজের প্রতিবেদন।
সংবাদমাধ্যমটির খবরে উল্লেখ করা হয়, দুর্ঘটনায় ট্রেনে আটকে পড়ে ১৪ বছর বয়সী এক কিশোর। প্লাটফর্মে অপেক্ষারত তার মা বলেন, ‘আমার সন্তান আতঙ্কজনিত সমস্যায় আক্রান্ত। আমি এক ঘণ্টা যাবত শুধু তার ট্রেন থেকে নামার অপেক্ষা করছি।’
প্যাসেঞ্জার ইউনিটের প্রেসিডেন্ট শার্লটন ডিসৌজা বলেন, ‘ঘটনাটি উদ্বেগজনক এবং যাত্রীদের জন্য ভীতিকরও।’
চলন্ত ট্রেন থেকে কীভাবে বগি বিচ্ছিন্ন হয়ে গেছে তা এখনও নিশ্চিত নয় কর্তৃপক্ষ।