October 30, 2025
image_235314_1761510030

নারী বিশ্বকাপের লিগ পর্বের শেষ দিনেও জয়ের মুখ দেখতে পারল না বাংলাদেশ—তবে হারেরও না! নবি মুম্বাইয়ের ধোনাই ডে পাটিল স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচটিও শেষ পর্যন্ত বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েই শেষ হয় বাংলাদেশের এবারের বিশ্বকাপ অভিযান।

টুর্নামেন্টজুড়ে লড়াই করে গেলেও সেমিফাইনালের পথে শেষ পর্যন্ত বৃষ্টি-ভাগ্যই যেন তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়াল। শেষ ম্যাচেও ভাগ্যের এই নির্মম পরিহাস—দু’দল মিলে খেলতে পারল মাত্র ৩৫.৪ ওভার, তারপরই নামল মুষলধারে বৃষ্টি।

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ শুরুটা একদমই ভালো করতে পারেনি। রেণুকা সিং প্রথম ওভারেই আঘাত হানলে চাপ বাড়ে। ৩০ বল লেগেছিল প্রথম বাউন্ডারি আসতে। এরপর কিছুটা সামলে নেন শরমিন আক্তার ও সোবহানা মোস্তারী, তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে আর বৃষ্টি বাধাতে দল থেমে যায় ২৭ ওভারে ১১৯/৯ এ। শরমিন করেন দলের সর্বোচ্চ ৩৬ রান, ভারতের হয়ে রাধা যাদব নেন ৩ উইকেট।

পরে বৃষ্টির বাধায় ভারতের লক্ষ্য নির্ধারণ হয় ১২৬ রান। স্বপ্ন ছিল অন্তত কিছুটা লড়াইয়ের—কিন্তু ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানার ব্যাটে শুরুতেই উড়ে যায় সেই আশাও। মাত্র ৮.৪ ওভারে ৫৭ রান তুলে ফেলেছিলেন দুই ওপেনার, এরই মধ্যে মান্ধানা এক ওভারে চারটি বাউন্ডারি হাঁকিয়ে ফেলেন। তখনই ফের নামে বৃষ্টি, আর ফিরে আসে না খেলা।

ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হলে উভয় দলই পায় ১ পয়েন্ট করে। বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষ হয় তাতে—গর্ব আর আক্ষেপ মিশিয়ে। লড়াইয়ে ছিল প্রাণ, ফলাফলে রইল না প্রতিফল। বৃষ্টি হাসল শেষ হাসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *