November 1, 2025
আতাউর-রহমান

মানুষ এখন পরিবর্তন চায়, পুরোনো স্বৈরাচারী ও দুর্নীতিপরায়ণ বন্দোবস্তের অবসান ঘটিয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র গড়তে চায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ী শাহজাহান কনভেনশন সেন্টারে ঢাকা-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ আলতাফ হোসেনের সভাপতিত্বে সমন্বয়ক হাফেজ সৈয়দ ওমর ফারুকের সঞ্চালনায় ঢাকা-৫ (ডেমরা- যাত্রাবাড়ী) আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

গাজী আতাউর রহমান বলেন, অতীতের ব্যর্থ ক্ষমতাসীনদের নেতৃত্বকে জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। তারা এখন চায় একটি ইসলামী শক্তির নেতৃত্ব রাষ্ট্রক্ষমতায় আসুক, যারা প্রকৃত অর্থে মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে।

ঢাকা-৫ আসনে হাজী মো. ইবরাহীম জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন, তিনি একজন যোগ্য প্রার্থী। তিনি দুইবারের নির্বাচিত কাউন্সিলর ছিলেন। সততা, জবাবদিহিতা ও নীতি আদর্শের সাথে তিনি কখনোই আপস করেননি। তাই এই আসনে হাতপাখার প্রার্থী বিজয়ী হলে জনগণ শান্তি ও স্বস্তি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *